মোদি-বাইডেন বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ পিএম

ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকটি শনিবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে বাইডেনের নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, এই বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নানা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়, যার মধ্যে বাংলাদেশ প্রসঙ্গও উঠে আসে।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি নিশ্চিত করেছেন যে, মোদি ও বাইডেনের এই বৈঠকে বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ হয়েছে। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিশ্রি বলেন, ‘বৈঠকে বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়। এই অঞ্চলের বিভিন্ন দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মতবিনিময় হয়েছে এবং এসব ইস্যু শুধু ওই দেশগুলোর জন্যই গুরুত্বপূর্ণ নয়, বিশ্ব রাজনীতিতেও এর প্রভাব রয়েছে।’
শনিবার কোয়াড শীর্ষ সম্মেলনেও বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় আসে। কোয়াড হচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের সমন্বয়ে গঠিত একটি কৌশলগত জোট, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনীতি, উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ে কাজ করে। এই সম্মেলনে জোটের নেতারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি অবাধ, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক পরিবেশ প্রতিষ্ঠার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে, বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর মোদি ও বাইডেন ফোনালাপে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেই সময় মোদি এক এক্স (সাবেক টুইটার) বার্তায় বলেছিলেন যে, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ওপর তারা গুরুত্বারোপ করেছেন। সেই সঙ্গে সংখ্যালঘুদের—বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের—নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয় যে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব বাড়ছে এবং এই প্রেক্ষাপটে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে মোদি ও বাইডেন উভয়ই উদ্বেগ প্রকাশ করেছেন। কোয়াড সম্মেলনের আলোচনাতেও বাংলাদেশের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে।
আরো পড়ুন: শেখ হাসিনার সেই দাবি নিয়ে বিতর্ক তুঙ্গে
বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হওয়া এটাই প্রথম নয়। এর আগেও মোদি ও বাইডেনের বিভিন্ন বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি উঠে এসেছে। বিশেষ করে, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা হচ্ছে।