×

আন্তর্জাতিক

ফের ক্ষমতায় ফেরার চেষ্টা

রাজাপাকসে পরিবারের নতুন কৌশল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ পিএম

রাজাপাকসে পরিবারের নতুন কৌশল

ছবি: সংগৃহীত

   

শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে এক অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে। রাজাপাকসে পরিবার, ২০২২ সালে দেশটির জনগণের প্রতিবাদের মুখে ক্ষমতা হারানোর পর আবারো ফিরে আসার পরিকল্পনা করছে। গত বছর যখন সাধারণ মানুষ রাষ্ট্রপতির প্রাসাদ দখল করে, গোটাবায়া রাজাপাকসেকে পালাতে বাধ্য করা হয়, তখন এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু এখন নামাল রাজাপাকসে, মাহিন্দা রাজাপাকসের ছেলে, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েছেন।

২০২২ সালে শ্রীলঙ্কায় চলমান বিক্ষোভ ‘আরাগালয়’ নামে পরিচিত। সরকার বিরোধী এই আন্দোলনে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসে, টিয়ার গ্যাস এবং জল কামানের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। মাহিন্দা রাজাপাকসে যখন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন, তখন তাদের পরিবারটির পতন সুদূরপ্রসারীভাবে মনে হচ্ছিল। কিন্তু রাজনৈতিক ইতিহাসের পাঠে দেখা যায়, বিতাড়িত পরিবারগুলো মাঝে মাঝে ঘুরে দাড়াতে সক্ষম হয়।

নামালের নির্বাচনী প্রচারণা তার বাবার উত্তরাধিকারকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, এবং তিনি মাহিন্দা রাজাপাকসেকে এখনো দেশের ত্রাণকর্তা হিসেবে দেখা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নামাল ২০২৯ সালের নির্বাচনে নিজেদের শক্তিশালী করার জন্য এবারের নির্বাচনে দাঁড়িয়েছেন।

গোটাবায়া রাজাপাকসেও দেশে ফিরে এসেছেন এবং রাষ্ট্রপতির সুযোগ-সুবিধা ভোগ করছেন। যদিও তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে, রাজাপাকসে পরিবার দেশের রাজনৈতিক পরিমণ্ডলে আবারো প্রবেশের চেষ্টা করছে।

শ্রীলঙ্কার জনগণ এখনো রাজাপাকসেদের প্রতি বিরূপ, কারণ তারা জানে, পরিবারটির আবার ক্ষমতায় আসা মানে অতীতের দুর্ভোগ ফিরে আসা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র লক্ষণ সান্দারুয়ান বলেছেন, ‘নামাল রাজাপাকসেকে ভোট দেয়ার ব্যাপারে আমরা আগ্রহী নই। রাজাপাকসে পরিবারের জন্য যে কষ্ট আমরা ভোগ করেছি, তা ভুলে যাওয়ার নয়।’

আরো পড়ুন: ডোনাল্ড লু’র বাংলাদেশ সফর নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজাপাকসে পরিবারের প্রত্যাবর্তন সম্ভব কিনা, সেটি এখন একটি বড় প্রশ্ন। জনগণের প্রতিরোধ, রাজনৈতিক সংকট এবং জাতীয় স্বার্থের চাপে, ভবিষ্যতের রাজনৈতিক গতিপথ কী হবে, সেটাই এখন দেখার বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App