মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে এবার রাশিয়ার উদ্যোগ!

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩ এএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে মস্কোয় বৈঠক করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি। এই বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার দিকে নজর দেয়া হবে।
মস্কোয় মিশরের রাষ্ট্রদূত নাজিহ নাগারি জানিয়েছেন, বৈঠকে ফিলিস্তিন এবং গাজার বর্তমান পরিস্থিতি ছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, ফিলিস্তিন এবং গাজায় চলমান সংঘাত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, লিবিয়া এবং সুদানের রাজনৈতিক অস্থিরতা নিয়েও আলোচনা হবে। খবর তাসের।
প্রতিবেদনটিতে বল হয়, এই বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ছাড়াও লিবিয়া ও সুদানের ক্রমবর্ধমান সংকট এবং সেখানকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, মিশর মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফিলিস্তিন-ইসরায়েল সংকটের সমাধানে মিশরের মধ্যস্থতাকারীর ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ ছিল।
রাশিয়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখছে। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও, এই বৈঠক সেই সম্পর্ককে আরো জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।
আরো পড়ুন: ট্রাম্পের গলফ মাঠে গোলাগুলি, আটক ১
বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় রাশিয়া ও মিশরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান এবং লিবিয়া ও সুদানের সংকট নিরসনে তাদের যৌথ প্রচেষ্টা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় একটি বড় পদক্ষেপ হতে পারে।