×

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বন্যায় নিহত ১৬, প্লাবিত ২৭ হাজার বাড়ি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ পিএম

থাইল্যান্ডে বন্যায় নিহত ১৬, প্লাবিত ২৭ হাজার বাড়ি

ছবি: সংগৃহীত

   

থাইল্যান্ডের চিয়াং রাই ও চিয়াং মাই প্রদেশে সম্প্রতি ভয়াবহ বন্যা এবং ভূমিধসে প্রাণ হারিয়েছেন ১৬ জন। সরকারি তথ্যমতে, ২৭ হাজারেরও বেশি বাড়িঘর বন্যায় প্লাবিত হয়েছে। এ বন্যায় আহত হয়েছে অন্তত ১৩৬ জন।

চিয়াং রাই প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যেখানে ১০ জনের মৃত্যু এবং ১৩৩ জন আহত হয়েছেন। মায়ে সাই, মায়ে চ্যান, মুওং এবং মায়ে ফাহ লুয়াং এলাকায় ২৪ হাজারের বেশি পরিবার বন্যার ফলে বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন। যদিও ৫টি স্থানীয় হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে সেগুলো আবারো স্বাভাবিক কার্যক্রম চালু করেছে। খবর থাই বিবিএস ওয়ার্ল্ডের।

প্রতিবেদনটিতে বলা হয়, চিয়াং মাইয়ের মায়ে আই ও ফাং জেলায়ও ২ হাজার ৯৭৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৬ জন মারা গেছেন এবং ৩ জন আহত হয়েছেন। বান থা মাকেং এলাকার একটি হাসপাতাল এখনো বন্ধ রয়েছে, ফলে সৃষ্টি হয়েছে যা উদ্বেগের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. ওপার্ট কার্নকাওইনপং জানিয়েছেন, বন্যার কারণে ৪১৭ জন স্বাস্থ্যকর্মীও ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৬৭টি মেডিকেল টিম পাঠানো হয়েছে। যাদের মধ্যে ৫২টি চিয়াং মাই এবং ১১৫টি চিয়াং রাইয়ে কাজ করছে। তারা এখন পর্যন্ত ১ হাজার ৬৬২ জন বন্যাদুর্গতকে চিকিৎসা দিয়েছেন এবং ৭৮৪ জনকে মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করেছেন।

বন্যার কারণে বেশিরভাগ ভুক্তভোগী দূষিত পানির সংস্পর্শে এসে শ্বাসযন্ত্র, পেশী এবং হাড়ের সমস্যায় ভুগছেন। তবে, এখন পর্যন্ত কোনো সংক্রামক রোগের খবর পাওয়া যায়নি, যা কিছুটা আশার কথা।

এদিকে, নং খাই প্রদেশে মেকং নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে ফলে বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। রোগীদের নিরাপত্তার কথা চিন্তা করে নং খাই ও সি চিয়াং মাই হাসপাতালগুলো এখন শুধুমাত্র জরুরি চিকিৎসা প্রদান কো হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নৌকা ও ট্রাকের মাধ্যমে রোগীদের হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করছে।

নং খাইয়ের জনসংযোগ অফিস জানিয়েছে, মেকং নদীর পানি বর্তমানে তীরের প্রায় অর্ধমিটার উপরে চলে গেছে এবং তা ক্রমাগতভাবে বাড়ছে। নিরাপত্তার স্বার্থে মুওং পৌরসভার কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।

আরো পড়ুন: এক হেলিকপ্টার থেকে খাবার, আরেকটি থেকে গুলি

রয়্যাল ইরিগেশন বিভাগ নদীর আশেপাশে বসবাসকারী অধিবাসীদেরকে সতর্ক থাকতে বলেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামীকাল ও তার পরের দিন আরো বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে সবাইকে একত্রিত হয়ে একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ তৈরি করতে আহ্বান জানানো হয়েছে।

থাই পিবিএস ওয়ার্ল্ড অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App