মার্কিন সেনাদের নিয়ে কমলা হ্যারিসের মন্তব্যে চটেছে তাদের পরিবার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ পিএম

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি: ওয়াশিংটন পোস্ট
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাম্প্রতিক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন যুদ্ধাহত মার্কিন সেনাদের পরিবারের সদস্যরা। হ্যারিস দাবি করেছিলেন , বর্তমানে বিশ্বের কোনো যুদ্ধক্ষেত্রে কোনো আমেরিকান সেনা নেই, যা তার নিজ প্রশাসনের দেয়া তথ্যের সঙ্গে সাংঘর্ষিক।
বর্তমানে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে অবস্থান করছেন, যারা প্রতি মাসে ২২৫ ডলার পর্যন্ত ভাতা পাচ্ছেন যা যুদ্ধে থাকলে একজন যুক্তরাষ্ট্রেরে সেনা পেয়ে থাকেন। সামরিক বিশ্লেষক এবং সাবেক কর্নেল জনাথন সুইট জানিয়েছেন, এখনো আমেরিকান সেনারা বিপজ্জনক অঞ্চলে দায়িত্ব পালন করছেন, যেখানে তারা শত্রুপক্ষের হামলার মুখোমুখি হচ্ছেন।
সম্প্রতি টেলিভিশন বিতর্কে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় হ্যারিস দাবি করেন, আজকের দিনে, প্রথমবারের মতো, কোনো আমেরিকান সেনা সক্রিয় যুদ্ধক্ষেত্রে নেই। তার প্রশাসন একটি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে।
কিন্তু এ ধরনের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন যুদ্ধে আহত সেনা গ্যারেট ইলরব্রুনের বাবা ব্র্যাড ইলরব্রুন। তার ছেলে গ্যারেট ইরাকে একটি ড্রোন হামলায় গুরুতর আহত হয়েছেন। ব্র্যাড বলেন, এ ধরনের মন্তব্য আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আমাদের সেনারা এখনো বিপদের মুখোমুখি হচ্ছে, আর তিনি বলছেন আমরা নিরাপদে আছি।
অন্যদিকে, হ্যারিসের এ মন্তব্যে সামরিক পরিবারের আরো অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। বিশ্লেষক মাইকেল ডিমিনো বলেন, যেসব সেনা এখনো ইরাক বা সিরিয়ার মতো সংঘাতপূর্ণ অঞ্চলে অবস্থান করছে, তারা প্রতিনিয়ত শত্রুপক্ষের হামলার মুখোমুখি হচ্ছেন। এটা কোনোভাবেই যুদ্ধক্ষেত্রের বাইরে নয়।
উল্লেখ্য, বর্তমানে প্রায় ২ হাজার ৫০০ মার্কিন সেনা ইরাকে এবং ১ হাজার সেনা সিরিয়ায় মোতায়েন রয়েছে। তাদের প্রধান দায়িত্ব হচ্ছে ইসলামিক স্টেটকে নির্মূল করার প্রচেষ্টায় সহযোগিতা করা।
হ্যারিসের মন্তব্যের জবাবে তার প্রচার শিবির থেকে বলা হয়েছে, বিশ্বজুড়ে আমেরিকান সেনারা ঝুঁকির মুখে থাকলেও সরাসরি যুদ্ধের মধ্যে নেই। তবে আহত সেনাদের পরিবারের অভিযোগ, এ ধরনের বক্তব্য বাস্তব পরিস্থিতির সঙ্গে মোটেই মানানসই নয়।
সিরিয়ায় মোতায়েন এক ন্যাশনাল গার্ড সদস্যের স্ত্রী হলিডে ডেভিস বলেন, আমার স্বামী প্রতিদিন নিজের জীবন ঝুঁকিতে ফেলছেন, আর ভাইস প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ শেষ! এটি আমাদের জন্য খুবই দুঃখজনক।
বিশ্লেষকরা মনে করছেন, হ্যারিসের মন্তব্যে মূলত জনসাধারণকে আশ্বস্ত করার চেষ্টা করা হয়েছে, তবে সামরিক পরিবারের জন্য এটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।