ওহাইওতে হাইতিয়ানদের বিরুদ্ধে গুজব ছড়ানো নারী এখন অনুতপ্ত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম

ছবি: নিউইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রের ওহাইওর বাসিন্দা এরিকা লি নিজের ফেসবুক পোস্ট নিয়ে এখন গভীর অনুশোচনা করছেন। পোস্টটি মূলত হাইতিয়ান অভিবাসীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর সূত্রপাত করেছিল। তার বক্তব্য অনুযায়ী, তিনি কখনোই চাইতেন না যে তার একটি পোস্ট এমন বিশাল প্রতিক্রিয়া সৃষ্টি করবে।
লি বলেন, এটা যে এমনভাবে ছড়িয়ে পড়বে, তা কল্পনাও করিনি, আমি সত্যিই হাইতিয়ান সম্প্রদায়ের ক্ষতি করতে চাইনি। খবর নিউইয়র্ক পোস্টের।
প্রতিবেদনটিতে বলা হয়, এরিকার পোস্টে দাবি করেন, তার প্রতিবেশী বিশ্বাস করেন যে তাদের একটি বিড়াল হারিয়ে গিয়েছে যেটি হাইতিয়ানরা হত্যা করে খেয়ে ফেলেছে। কিন্তু তিনি স্বীকার করেন, এই দাবি করার সময় তার হাতে কোনো প্রমাণ ছিল না। তিনি অন্যের শোনা কথার ভিত্তিতে এই পোস্ট করেছিলেন, আর সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুদিনের মধ্যেই মিথ্যা তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এটা শুধু ওহাইওতেই সীমাবদ্ধ থাকেনি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ভিত্তিহীন দাবি তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে এক বিতর্কে। ট্রাম্পের এমন মন্তব্য সারা দেশের নজর স্প্রিংফিল্ড শহরের দিকে ঘুরে যায়।
লি বলেন, আমি বর্ণবাদী নই। আমার মেয়ে অর্ধেক কৃষ্ণাঙ্গ এবং তিনি নিজেও মিশ্র জাতিসত্তার, এমনকি আমি এলজিবিটিকিই সম্প্রদায়ের সদস্য। সবাই বিষয়টিকে বর্ণবাদীভাবে নিচ্ছে, কিন্তু আমি মোটেও এভাবে ভাবিনি।
এই গুজব ছড়িয়ে পড়ার পর থেকে শহরে উত্তেজনা তৈরি হয়েছে। হাইতিয়ান অভিবাসী সম্প্রদায় আতঙ্কিত হয়ে পড়েছে। তারা আশঙ্কা করছে, এই মিথ্যা অভিযোগের কারণে তাদের বিরুদ্ধে যে কোনো সময় হামলা হতে পারে।
এরিকা লি বলেন, আমি বুঝতে পারছি হাইতিয়ানদের জায়গায় থাকলে আমিও ভয় পেতাম। তাদের চিন্তা হওয়াটাই স্বাভাবিক। যে কেউ তাদের ওপর হামলা চালাতে পারে, তাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। কিন্তু সত্যি বলতে, এমন কিছু হোক তা আমি কখনোই চাইনি।
স্প্রিংফিল্ডের পুলিশ এবং শহর কর্তৃপক্ষ বারবার ঘোষণা দিয়েছে, শহরে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে গুজবের কারণে শহরের স্কুল এবং সরকারি অফিসগুলোতে বোমা হামলার হুমকির মতো ঘটনাও ঘটেছে।
আরো পড়ুন: ঢাকা আসছেন ডোনাল্ড লু, দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র
এরিকা লি এখন চান, মানুষ তার ভুল বোঝাবুঝির কথা বুঝতে পারুক। তিনি বলেন, আমি যা করেছি তার জন্য খুবই দুঃখিত। আমি শুধু চাই মানুষ জানুক যে এটা সত্যি ছিল না, এবং আমি কখনোই কাউকে কষ্ট দিতে চাইনি।