×

আন্তর্জাতিক

নর্থ সী-রুটকে সত্যিকারের আন্তর্জাতিক জলপথ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় রসাটম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম

নর্থ সী-রুটকে সত্যিকারের আন্তর্জাতিক জলপথ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় রসাটম

ছবি: ভোরের কাগজ

   

নর্থ সী-রুটকে একটি আকর্ষণীয় সুবিধাজনক এবং নিরাপদ আন্তর্জাতিক রুট হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম। এশিয়া ও ইউরোপের মধ্যে বর্তমানে যে সমুদ্রপথ রয়েছে তার তুলনায় নর্থ সী-রুটের দৈর্ঘ্য অনেকটা কম হওয়ার কারণে অনেক দেশ এই রুট ব্যবহারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। রসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

রুটটি জনপ্রিয় হলে সুয়েজ খালের ওপর চাপ অনেকটা কমে আসবে। উদাহরণস্বরূপ রাশিয়ার মুরমান্সক থেকে ভায়া সুয়েজ খাল জাপানের ইওকোহামার দূরত্ব ১২ হাজার ৮৪০ নটিক্যাল মাইল। অন্যদিকে নর্থ সী-রুট হয়ে এই দূরত্ব মাত্র ৫ হাজার ৭৭০ নটিক্যাল মাইল। দূরত্ব কম হওয়ার কারণে নর্থ সী-রুট ব্যবহারের মাধ্যমে এমিশন কস্ট অনেকখানি হ্রাস পাবে।

২০১৮ সালে রুশ সরকার নর্থ সী-রুটের অবকাঠামো পরিচালনার জন্য রসাটমকে নিযুক্ত করে। এই রুটের উন্নয়ন বিষয়গুলো তদারকি করে থাকে সংস্থাটি। নর্থ সী-রুট মূলত একটি শিপিং রুট, যার দৈর্ঘ্য ৫ হাজার ৬০০ কিলোমিটার। ইউরেশিয়ার পশ্চিমাংশ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মধ্যে এটি সবচেয়ে সংক্ষিপ্ত শিপিং রুট। পুরো রুটটি উত্তর মেরুতে অবস্থিত এবং রাশিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের অন্তর্ভুক্ত। এই রুট বরাবর রাশিয়ায় মোট ৮টি সমুদ্রবন্দর রয়েছে।  

সম্প্রতি রুশ শহর ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত নবম ইস্টার্ণ ইকোনমি ফোরামের সম্মেলনে নর্থ সী-রুটের উন্নয়নের বিষয়গুলো নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়। ৪০টি দেশের প্রতিনিধিরা এই ফোরামে অংশ নেন। এদের মধ্যে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের ভাইস-প্রেসিডেন্ট হ্যান ঝেং এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ফোরামের অংশ হিসেবে ‘নর্থ সী-রুট এবং এর লজিস্টিক্স সম্ভাবনা’ একটি বিজনেস সেশনের আয়োজন করা হয়। এতে অন্যতম অংশগ্রহণকারী হিসেবে বক্তব্য রাখেন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। তিনি মূলত নর্থ সী-রুটের উন্নয়ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে লিখাচেভ বলেন, নর্থ সী-রুটকে একটি আকর্ষণীয়, সুবিধাজনক ও নিরাপদ আন্তর্জাতিক রুট হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের এখনো অনেক কিছু করতে হবে। কালিনিনগ্রাদ ও সেন্ট পীটার্সবার্গসহ উত্তর-পশ্চিম সমুদ্র বন্দরগুলোর সঙ্গে ভ্লাদিভস্তক ও সাখালিনসহ দূরপ্রাচ্যের বন্দরগুলোর মধ্যে একটি বৃহৎ করিডোর হিসেবে নর্থ সী-রুট বিবেচিত হয়ে আসছে। বর্তমানে আমাদের কৌশলগত লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম হলো এই রুটটিকে ইউরোপ, রাশিয়া এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর মধ্যে একটি কার্যকরী পরিবহন পথ হিসেবে গড়ে তোলা। 

তিনি আরো বলেন, বর্তমানে আমরা আরো একটি ফেডারেল প্রকল্প ‘গ্রেট নর্থ সী-রুট’ নিয়ে কাজ করছি- যা সেন্ট পিটার্সবার্গ ও কালিনিনগ্রাদের সঙ্গে ভ্লাদিভস্তকের একটি পরিবহন করিডোর হিসেবে কাজ করবে। আমাদের নিউক্লিয়ার আইস ব্রেকারগুলো এখন গ্রীষ্ম মৌসুমেও এই রুটে সচল রাখা হচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App