×

আন্তর্জাতিক

ক্লাসে ফিরছেন মাদক বিক্রি ও যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত অধ্যাপক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ পিএম

ক্লাসে ফিরছেন মাদক বিক্রি ও যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত অধ্যাপক

ডানে অধ্যাপক রিক কার্টিস, বামে ওপরে অভিযোগকারী সাবেক শিক্ষার্থী নাওমি হেবার ও ক্লাউডিয়া কোজোকারু। ছবি: নিউইয়র্ক পোস্ট

   

যুক্তরাষ্ট্রের জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিসের অধ্যাপক রিক কার্টিস এক বছরের নিষেধাজ্ঞা শেষে আবারও শ্রেণীকক্ষে ফিরেছেন। তিনি মাদক ব্যবসা, শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক যৌন সম্পর্কের অভিযোগে অভিযুক্ত ছিলেন। তার এ শ্রেণীকক্ষে ফিরে আসাটাকে অবিশ্বাস্য বলছেন অনেকেই। ২০১৯ সালে জন জে কলেজের প্রেসিডেন্ট ক্যারল ম্যাসন কার্টিসসহ আরো দুই অধ্যাপককে বরখাস্ত করার ঘোষণা দেন। নিউইয়র্ক পোস্টে প্রথম প্রকাশিত অভিযোগে বলা হয়, কলেজের ক্যাম্পাসে অভিযুক্তরা অশ্লীল কর্মকাণ্ড, মাদক সেবন ও বিক্রি এবং শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক যৌন সম্পর্ক স্থাপন করতো।

যদিও কলেজের তদন্তে বেশ কিছু অভিযোগ প্রমাণিত হয়। বিচারক জেমস এম. ডারবি ৮৫ পৃষ্ঠার রায়ে অধ্যাপক কার্টিসের ‘অবিবেচক এবং ঝুঁকিপূর্ণ আচরণ’ সত্ত্বেও তাকে বরখাস্ত করার পরিবর্তে ১ বছরের নিষেধাজ্ঞা এবং অতিরিক্ত প্রশিক্ষণের মাধ্যমে শ্রেণীকক্ষে ফিরিয়ে আনার পক্ষে রায় দেন। খবর নিউইয়র্ক পোস্টের।

প্রতিবেদনটিতে বলা হয়, ডারবি তার সিদ্ধান্তে বলেন- কার্টিস শিক্ষার্থীদের মাঝে এমন কিছু বিতরণ করতেন, যাতে হেরোইনের অস্তিত্ব ছিল, এবং তার অফিসে এ ধরণের নিষিদ্ধ মাদক পাওয়া গেছে। এছাড়া তিনি শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলতেন এবং যৌন হয়রানির অভিযোগগুলো যথাযথভাবে রিপোর্ট করতেন না। তবে ডারবি বলেন, কার্টিসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘পিম্পিং’ করার অভিযোগ প্রমাণিত হয়নি।

এ বিষয়ে জন জে প্রেসিডেন্ট ম্যাসন হতাশা প্রকাশ করে জানান, তারা আরবিট্রেটরের সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কলেজ সবার জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট থাকবে।

অধ্যাপক কার্টিসের বিরুদ্ধে অভিযোগকারী সাবেক শিক্ষার্থী নাওমি হেবার ও ক্লাউডিয়া কোজোকারুর আইনজীবী ডেভিড গটলিব বলেন, এই সিদ্ধান্ত হতবাক করার মতো এবং আশা করা যায় যে কলেজ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ২০১৮ সালে হেবার ও কোজোকারু কার্টিস এবং আরো ৩ অধ্যাপকের বিরুদ্ধে মাদক ও যৌন কেলেঙ্কারির অভিযোগ তুলেছিলেন।

অবশেষে, ২০২১ সালে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (সিইউএনওয়াই) সাবেক শিক্ষার্থীদের সঙ্গে ৬ লাখ ডলারের মধ্যে মামলা নিষ্পত্তি করে। তবে অধ্যাপক কার্টিস এখনও সিইউএনওয়াইয়ের বিরুদ্ধে লড়াই করছেন এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে।

আরো পড়ুন: প্রিমিয়াম চা-কফি বিক্রিতে এশিয়ার শীর্ষে

জন জে কলেজে অধ্যাপক কার্টিসের প্রত্যাবর্তন প্রশ্ন তুলছে, কেন একজন বিতর্কিত অধ্যাপককে শিক্ষার্থীদের সামনে আবারো দাঁড় করানো হলো, যখন তার বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ রয়েছে।

অনুবাদ: নিউইয়র্ক পোস্ট অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App