উজ্জাইন ধর্ষণকাণ্ড
ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ায় অটোচালক গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম

ছবি: সংগৃহীত
ভারতের ভূপালের উজ্জাইনে ফুটপাতে প্রকাশ্য দিবালোকে এক নারীকে ধর্ষণের ঘটনা ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার দায়ে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম, যিনি পেশায় একজন অটোচালক। পুলিশ তার কাছ থেকে ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করেছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনটিতে বলা হয়, উজ্জাইনের পুলিশ সুপার প্রদীপ শর্মা জানিয়েছেন, সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানতে চাইছে, ভিডিও ধারণের পেছনে তার উদ্দেশ্য কী ছিল এবং এটি কোনো ষড়যন্ত্রের অংশ কিনা। সেলিমের বিরুদ্ধে ভারতীয় আইনের (বিএনএস), তথ্যপ্রযুক্তি আইন এবং নারীদের অশ্লীল উপস্থাপন প্রতিরোধ আইনের অধীনে পৃথক মামলা করা হয়েছে।
৫ সেপ্টেম্বর এই মর্মান্তিক ধর্ষণের ঘটনাটি ঘটে । এসময় ভুক্তভোগী নারী মদ্যপ অবস্থায় ছিলেন এবং অভিযুক্ত ধর্ষক সেই সুযোগে তাকে ধর্ষণ করে। ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে, যখন পরের দিন ধর্ষণের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরপরই পুলিশ তৎপর হয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ওই নারী অভিযুক্ত ব্যক্তির সঙ্গে একটি মদের দোকানের সামনে পরিচিত হন এবং একসঙ্গে মদ পান করেন। পরে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে শারীরিকভাবে আক্রমণ করে এবং ধর্ষণ করে।
এ ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ এটি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের নিজ জেলা উজ্জাইনে ঘটেছে।
বিরোধী কংগ্রেস দল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, উজ্জাইনে ফুটপাতে প্রকাশ্যে এক নারীকে ধর্ষণের ঘটনা ভয়াবহ। পুরো জাতি আজ হতবাক, সমাজ কোন দিকে যাচ্ছে তা নিয়ে সবাই চিন্তিত। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, লোকজন ওই নারীকে উদ্ধার না করে তার ভিডিও বানাতে ব্যস্ত ছিল।
আরো পড়ুন: চাকরিতে অবৈধভাবে কোটা সুবিধা নেয়ায় কর্মকর্তা বরখাস্ত
এই ঘটনাটি নারী নির্যাতন ও সমাজের নৈতিকতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন তিনি।
অনুবাদ: এনডিটিবি অবলম্বনে