×

আন্তর্জাতিক

নিউ ইয়র্কে ইহুদিদের ওপর হামলার ষড়যন্ত্রে পাকিস্তানি তরুণ গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

নিউ ইয়র্কে ইহুদিদের ওপর হামলার ষড়যন্ত্রে পাকিস্তানি তরুণ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

   

ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার বার্ষিকীতে নিউ ইয়র্কের ইহুদিদের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে পাকিস্তানি বংশোদ্ভূত এক মুসলিম তরুণের বিরুদ্ধে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ২০ বছর বয়সী মুহাম্মদ শাহজেব খান নিউ ইয়র্কে ইহুদি সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন।

শাহজেবের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠন আইএসআইএসকে সমর্থন ও সহায়তার অভিযোগ আনা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি আইএসআইএসের নামে হামলা চালিয়ে নিউ ইয়র্কে যত বেশি সম্ভব ইহুদি হত্যা করতে চেয়েছিলেন। এ ঘটনায় শাহজেবকে কানাডায় গ্রেপ্তার করা হয় এবং গত শুক্রবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। খবর সিএনএনের।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড জানিয়েছেন, শাহজেব নিউ ইয়র্ক সিটিতে ৭ অক্টোবরের দিকে হামলার পরিকল্পনা করছিলেন। আদালতের নথি অনুযায়ী, তিনি ছদ্মবেশী আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে আলাপ করছিলেন। শাহজেব তাদের জানিয়েছিলেন, তিনি আইএসআইএসের সমর্থনে একটি ‘সত্যিকারের অফলাইন সেল’ তৈরির চেষ্টা করছেন, যা ইহুদি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করবে।

শাহজেব নিউ ইয়র্ককে লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন, কারণ শহরটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ইহুদি বসবাস করে। তিনি ৭ বা ১১ অক্টোবর হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। আদালতের নথিতে আরো বলা হয়েছে, তিনি কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র কেনার নির্দেশও দিয়েছিলেন এবং ব্রুকলিনের একটি ইহুদি কেন্দ্রকে হামলার লক্ষ্যে পরিণত করতে চেয়েছিলেন।

আরো পড়ুন: ইসরায়েলি দূতাবাসের কাছে হামলা

গত ৪ সেপ্টেম্বর কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার সময় তাকে ৩টি গাড়ি ব্যবহার করতে দেখা যায়। মার্কিন বিচার বিভাগ জানায়, যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে প্রায় ১২ মাইল দূরে শাহজেবকে আটক করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App