গাজা যুদ্ধের মধ্যেও অব্যাহত আছে পোলিও টিকাদান কর্মসূচি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ পিএম

ছবি: সংগৃহীত
গাজায় ইসরায়েলি বোমা বর্ষণের মধ্যেও অব্যাহত রয়েছে পোলিও টিকাদান কর্মসূচি। সম্প্রতি উদ্ভূত পোলিওর হুমকি মোকাবেলায় গাজা উপত্যকায় শিশুদের টিকাদান কর্মসূচি তৃতীয় দিনে পা দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসেবে, ইসরায়েল লড়াইয়ে সীমিত বিরতির জন্য সম্মত হয়েছে যাতে এই টিকাদান কর্মসূচি পরিচালনা করা যায়। তবে এই প্রতিশ্রুতি সত্ত্বেও, গাজায় ইসরায়েলি বিমান হামলার ঘটনা অব্যাহত রয়েছে বলে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, গাজা সিটির কয়েকটি বাড়ি উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরের দিকে একটি গাজার একটি বাড়িতে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়।
গাজার সামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েল দক্ষিণ খান ইউনিসের একটি শরণার্থী শিবিরের তাঁবুতে প্রাণঘাতী হামলা চালিয়েছে এবং মধ্য গাজায়ও তারা বোমাবর্ষণ করেছে।
আরো পড়ুন: শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে যা লিখেছে গার্ডিয়ান
পোলিও টিকাদান কর্মসূচি চলাকালে গাজার জাওয়াইদা অঞ্চলের ইউকে-মেড ফিল্ড হাসপাতালে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা করে টিকাদান কর্মসূচি পালিত হবে। ধারণা করা হচ্ছে এসময়ে ৬ লাখ ৪০ হাজার ফিলিস্তিনি শিশুকে টিকা দান করা হবে।
অনুবাদ: দ্য গার্ডিয়ান অবলম্বনে