×

আন্তর্জাতিক

দুর্নীতিগ্রস্ত জেলেনস্কিকে সরাতে চাইছে যুক্তরাষ্ট্র!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:৫৭ পিএম

দুর্নীতিগ্রস্ত জেলেনস্কিকে সরাতে চাইছে যুক্তরাষ্ট্র!

ছবি: সংগৃহীত

   

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির  উপর আস্থা হারাচ্ছে বন্ধু যুক্তরাষ্ট্র। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে তাকে গদি থেকে সরানোর! সম্প্রতি এমনটাই দাবি করেছে রাশিয়ার গোয়েন্দা দপ্তর ‘ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর)’।

এসভিআর সূত্রে উঠে এসেছে, জেলেনস্কির কাজকর্ম নিয়ে নাকি মোটেও সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র এবং তার বন্ধু দেশগুলি। আর সেই কারণেই নাকি জেলেনস্কিকে সরানোর পরিকল্পনা চলছে।

রাশিয়ার গোয়েন্দা দপ্তর এ-ও দাবি করছে, ইউক্রেনের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা-ও নাকি ঠিক করে ফেলেছে যুক্তরাষ্ট্র।

শোনা যাচ্ছে, জেলেনস্কিকে সরিয়ে সেই জায়গায় বসানোর জন্য ইউক্রেনের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভের কথা বিবেচনা করা হচ্ছে।

আরো পড়ুন: বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র

কিন্তু ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার বিরোধিতা করে যে জেলেনস্কির সমর্থনে যুক্তরাষ্ট্র ঢালের মতো দাঁড়িয়ে গিয়েছিল, জো বাইডেনের সরকার তাকেই কেন গদি থেকে সরাতে চাইছে বলে দাবি উঠছে?

মঙ্গলবার (১৩ আগস্ট) প্রকাশিত একটি বিবৃতিতে এসভিআর দাবি করেছে, যুক্তরাষ্ট্রের ধনকুবেররা জেলেনস্কির প্রতি ক্রমশ অসন্তুষ্ট হয়ে উঠছেন। কারণ, রুশ আগ্রাসন ঠেকাতে যে কোটি কোটি ডলার ইউক্রেনের হাতে তুলে দেয়া হয়েছে, তা কী ভাবে খরচ করা হচ্ছে তা নিয়ে সন্দেহ করতে শুরু করেছেন তারা।

দাবি উঠেছে, যুদ্ধের নামে যে অর্থসাহায্য জেলেনেস্কি যুক্তরাষ্ট্র এবং বন্ধু দেশগুলির থেকে পাচ্ছেন, তা ব্যক্তিগত ভোগবিলাসে নয়ছয় করতে শুরু করেছেন। আর তা নিয়ে তার উপর বিরক্ত আমেরিকার রাজনীতিক থেকে বিত্তশালীরা।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালীরা নাকি বলতে শুরু করেছেন, ইউক্রেনের হিতের কথা আর ভাবছেন না জেলেনস্কি। বরং ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক এমন পদক্ষেপ করছেন, যা ইউক্রেনের জন্য ‘ক্ষতিকর’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App