×

আন্তর্জাতিক

৯/১১ হামলায় দোষ স্বীকারে সম্মত ৩ অভিযুক্ত: পেন্টাগন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১১:২৭ এএম

৯/১১ হামলায় দোষ স্বীকারে সম্মত ৩ অভিযুক্ত: পেন্টাগন

৯/১১ হামলায় দোষ স্বীকারে সম্মত ৩ অভিযুক্ত। ছবি: সংগৃহীত

   

১১ সেপ্টেম্বর, ২০০১-এ যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় অভিযুক্তদের ৩ জন মৃত্যুদণ্ড বিনিময়ে দোষ স্বীকার করে একটি প্রি-ট্রায়াল চুক্তি করেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কিউবায় মার্কিন নৌবাহিনীর ঘাঁটি গুয়ান্তানামো কারাগারে খালিদ শেখ মোহাম্মদ, ওয়ালিদ মুহাম্মদ সালিহ মুবারক বিন আত্তাশ এবং মুস্তাফা আহমেদ আদম আল-হাওসাভিকে ২০০১ সালে গ্রেপ্তারের পর থেকে বছরের পর বছর বিচার ছাড়াই আটক ছিলেন।

জানা গেছে এবার আদালতের কাছে তারা মৃত্যুদণ্ড না চাওয়ার বিনিময়ে নিজেদের সব দোষ স্বীকার করবে। তবে এ ক্ষেত্রে প্রি-ট্রায়াল চুক্তির শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি।

নিউ ইয়র্ক, ভার্জিনিয়া এবং পেনসিলভেনিয়ায় আলকায়েদার সন্ত্রাসী হামলায় অন্তত ৩ হাজার মানুষ নিহত হয়। ফলে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা এবং আফগানিস্তান ও ইরাকে আক্রমণের সূত্রপাত হয়। ১৯৪১ সালে পার্ল হারবারে জাপানি হামলার পর ৯/১১ হামলা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সবচেয়ে ধ্বংসাত্মক হামলা।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানায় চুক্তিটি প্রথমে একটি চিঠিতে ঘোষণা করা হয়। পরবর্তীতে প্রসিকিউটরদের মাধ্যমে অভিযুক্তদের পরিবারের কাছে তা পাঠানো হয়।

প্রধান প্রসিকিউটর রিয়ার অ্যাডমিরাল অ্যারন রাগের এই চিঠিতে বলেন, ‘সম্ভাব্য শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড অপসারণের বিনিময়ে এই ৩ অভিযুক্ত চার্জশিটে তালিকাভুক্ত দুই হাজার ৯৭৬ জনকে হত্যাসহ সব অপরাধ স্বীকার করতে সম্মত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App