ভারী বৃষ্টি ও ভূমিধসে নিহত ৪১, আহত অনেকে

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১২:৪৬ পিএম
-66a88c5f130a2.jpg)
ভারী বৃষ্টি ও ভূমিধ্বসে নিহত ৪১, আহত অনেকে। ছবি: সংগৃহীত
ভারতে ভারী বৃষ্টিতে ভূমিধসে কাদা পাথরের স্তূপে চাপা পড়ে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে আরো অনেকের চাপা পড়ে আছে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, সংশ্লিষ্ট সব দফতর এবং বিভাগকে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয়া হয়েছে। খবর রয়টার্সের।
গত কয়েক দিনের ভারী বর্ষণে ওয়েনাড়ের পার্বত্য এলাকায় ভূমিধ্বসের ঘটনা ঘটে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৩টা ঘটা এ ধ্বসে ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভোরেই রাজ্য বিপর্যয় মোকাবেলা দপ্তরের সঙ্গে উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবেলা দপ্তর। প্রাথমিকভাবে জানা গেছে, মঙ্গলবার ভোর ৩টা নাগাদ ওয়েনাড়ের পার্বত্য এলাকায় প্রথম ধ্বসের খবর পাওয়া যায়। ভোর ৪টা ১০ মিনিটে আরো এক জায়গায় ধ্বস নামার খবর আসে। ভোরেই রাজ্য বিপর্যয় মোকাবেলা দপ্তরের সঙ্গে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবেলা দপ্তর।
সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, বিমান বাহিনীর ২টি হেলিকপ্টার উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, ধ্বসের কারণে মৃত্যু হয়েছে ১ বছরের এক শিশুর। আহত ১৬ জনকে উদ্ধারের পর চিকিৎসা জন্য মেপ্পাডি এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো অন্তত ১০০ জন মানুষ ধ্বংসস্তূপে আটকে পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বিজয়ন একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘উদ্ধারকাজে গতি আনতে সব রকম পদক্ষেপ করা হয়েছে। যদিও বৃষ্টির কারণে মাঝেমধ্যেই উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।’
এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি লেখেন, কেরালার মুখ্যমন্ত্রী বিজয়নের সঙ্গে তাঁর কথা হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে কেরালা সরকারকে সব রকমের সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।
ওয়েনাড়ের এই বিপর্যয় নিয়ে এক্সে পোস্ট করেছেন কংগ্রেস নেতা ও এই লোকসভা কেন্দ্রের সাবেক সংসদ রাহুল গান্ধী। রাহুল জানান, উদ্ধারকাজের বিষয়ে তার সঙ্গে কেরালার মুখ্যমন্ত্রী এবং স্থানীয় জেলাপ্রশাসকের কথা হয়েছে।