নৌ-শক্তি দেখাতে যাচ্ছে রাশিয়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১২:২৮ পিএম

ছবি: সংগৃহীত
প্রতি বছর জুলাই মাসের শেষ রবিবার পালিত হয় রুশ নৌবাহিনী দিবস। সে হিসেবে আজ রবিবার (২৮ জুরাই) রাশিয়ার নৌবাহিনী দিবস। দিনটিতে রাশিয়ান নৌবাহিনী এবং নাবিকদের সম্মান জানানো হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এবছর সেন্ট পিটার্সবার্গ, ফ্লিট ও ক্যাস্পিয়ান ফ্লোটিলার হোম ঘাঁটি এবং ভূমধ্যসাগরে নৌ টাস্ক ফোর্সের ঘাঁটিগুলোর ২০০ জাহাজ-নৌকা নিয়ে প্যারেড বা নৌ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। খবর তাসের।
তিনি বলেন, এই নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রীড়া উৎসবটি সেন্ট পিটার্সবার্গে, উত্তর, বাল্টিক এবং প্যাসিফিক ফ্লিট, ক্যাস্পিয়ান ফ্লোটিলার প্রধান হোম ঘাঁটিগুলির জল অঞ্চলে এবং ভূমধ্যসাগরে রাশিয়ান নৌবাহিনীর স্থায়ী টাস্ক ফোর্সের ঘাঁটিগুলির জল অঞ্চলে অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: কুয়েতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে
নৌবাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে কনসার্ট, সামরিক ব্যান্ডের পারফরম্যান্স দেখা যাবে এবং এই উৎসব শেষ হবে আতশবাজি প্রদর্শনের মাধ্যমে।
তিনি আরো বলেন, ২০২৪ সালে নৌ কুচকাওয়াজ এবং সামরিক ক্রীড়া উৎসবে বিভিন্ন শ্রেণীর ২০০টি জাহাজ এবং নৌকা যুক্ত থাকবে। ১০০টিরো বেশি সামরিক সরঞ্জাম এবং ১৫হাজার সেনা সদস্যও এতে নিযুক্ত রয়েছেন।