×

আন্তর্জাতিক

চোর সন্দেহে শিশুর ওপর অমানবিক নির্যাতন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০১:২৭ পিএম

চোর সন্দেহে শিশুর ওপর অমানবিক নির্যাতন

চোর সন্দেহে শিশুর ওপর অমানবিক নির্যাতন। ছবি: সংগৃহীত

   

চোর সন্দেহে এক শিশুর ওপর বর্বর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্মমভাবে মারধরের পাশাপাশি ওই শিশুকে বেঁধে রাখা হয় রেললাইনের সঙ্গে। পরে ভুক্তভোগী ওই শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। খবর এনডিটিভির।

প্রতিবেদনটিতে বলা হয়, বিহারে ১২ বছর বয়সী এক শিশুকে রেল লাইনের সাথে বেঁধে নির্মম নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি রাজধানী পাটনা থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে বেগুসরাইয়ের।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, একটি দোকান থেকে চুরি করেছে সন্দেহে কয়েকজন ব্যক্তি মিলে ওই শিশুকে নির্মমভাবে মারধর করে। পরে তারা শিশুটিকে লাখমিনিয়া রেলস্টেশনের কাছে নিয়ে রেললাইনের সঙ্গে বেঁধে রাখে। এসময় রেললাইনের ওপরে ফেলে শিশুটিকে আবারো নির্মমভাবে মারধর করে অভিযুক্তরা। কয়েকজন যাত্রী ঘটনাটি দেখে পুলিশে খবর দিলে, পুলিশ এসে হতভাগ্য শিশুকে উদ্ধার করে।

গুরুতর আহত ওই শিশুর বাবা জানিয়েছেন, চুরির মিথ্যা অভিযোগ এনে তাকে মারধর করা হয়েছে। তিনি অভিযুক্তদের নাম উল্লেখ করতে অস্বীকার করলেও পুলিশ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসা করে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে ইতোমধ্যেই ৩ ব্যক্তিকে চিহ্নিত করে। পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে কেমন সাজলেন গোটা আম্বানী পরিবার?

বালিয়ার ডেপুটি পুলিশ সুপারিন্টেনডেন্ট নেহা কুমার বলেন, ‘এক নাবালক শিশুকে রেল ট্র্যাকে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছে এবং ৩ ব্যক্তি তাকে মারধর করছে, এমন অভিযোগ পেয়ে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ওই নাবালককে উদ্ধার করা হয়, গ্রেপ্তার করা হয় ৩ অভিযুক্তকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App