ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্ক, ২ নারী কর্মী গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০২:১৩ পিএম

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জর্জিয়ায় স্কুলের ছাত্রদের সাথে যৌন সম্পর্কের কারণে দুই নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওই দুই কর্মীকে সম্প্রতি দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি আদালত। খবর নিউইয়র্ক পোস্টের।
ক্যালহাউন সিটি স্কুলের কর্মী রাইলি গ্রিসন ও ব্রুকলিন শুলারের বিরুদ্ধে ছাত্রদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত হওয়ার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার সেখানকার একটি আদালত ওই দুই নারী কর্মীকে দোষী সাব্যস্ত করেছেন। অভিযুক্ত দুই স্কুল কর্মী ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জানুয়ারির মাঝে একাধিক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন।
আরো পড়ুন: বিবিসির সাংবাদিকের স্ত্রী ও দুই কন্যাকে হত্যা
রাইলি গ্রিসন ২০২১ সালের ২৯ অক্টোবর এবং পরের বছর ২০২২ সালের ৩ জানুয়ারির মধ্যে দুই ছাত্রের সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। এছাড়া স্কুলের কর্মী ব্রুকলিন শুলার একই সময়ে আরেক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।
আদালতের নথি অনুযায়ী, জর্জিয়া স্কুল ডিস্ট্রিক্টের এই দুই কর্মীর বিরুদ্ধে ছাত্রদের সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার ঘটনায় ফার্স্ট ডিগ্রি অভিযোগ গঠন করা হয়।
তবে রাইলি গ্রিসন ও ব্রুকলিন শুলার স্কুলের শিক্ষক নাকি কর্মচারী ছিলেন তা স্পষ্ট নয়। তবে নথিতে তাদের দুজনকে সাবেক কর্মী হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া স্কুলের নাম ও শিক্ষার্থীদের বয়সের বিষয়েও সুনির্দিষ্ট কোনও তথ্য প্রকাশ করা হয়নি।