×

আন্তর্জাতিক

ভারতে গণপিটুনির বিরুদ্ধে কঠোর আইন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৪:২১ পিএম

ভারতে গণপিটুনির বিরুদ্ধে কঠোর আইন

ভারতে গণপিটুনির বিরুদ্ধে কঠোর আইন। ছবি: সংগৃহীত

   

ভারতীয় দণ্ডবিধিতে গণপিটুনি নিয়ে এত দিন আলাদা কোনো আইন না থাকলেও সোমবার (২ জুলাই) থেকে এ বিষয়ে নতুন আইন চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

নতুন এ আইনে গণপিটুনিতে মৃত্যু হলে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজার বিধান রাখা হতে পারে। এ নিয়ে ভারতে ৩টি নতুন ফৌজদারি আইন চালু হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। নতুন আইনে কি বিধান রয়েছে তা-ও স্পষ্ট করেন তিনি। শুধু তা-ই নয়, বিরোধীদের উদ্দেশে শাহের বার্তা, ‘নতুন আইন নিয়ে রাজনীতি না করে দেশের মানুষের স্বার্থে সমর্থন করুন।’

ভারতে প্রায়ই তুচ্ছ ঘটনা নিয়ে গণপিটুনির মতো ঘটনা ঘটে। কখনোবা অপরাধীরা শাস্তি পান, আবার কখনো ছাড়া পেয়ে যান। যা নিয়ে ভুক্তোভোগী পরিবারদের মধ্যে ক্ষোভ ছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গে একের পর এক গণপিটুনির ঘটনা প্রকাশ্যে আসে। এতদিন গণপিটুনির জেরে মৃত্যু হলে পুলিশ খুন বা খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে তদন্ত করত। তবে নতুন আইনে গণপ্রহারকে আলাদা ধারায় চিহ্নিত করা হয়েছে। তার জন্য কী শাস্তি হবে তাও উল্লেখ রয়েছে।

সোমবার সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেন, আইনে গণপ্রহার নিয়ে কোনো বিধান ছিল না। তবে নতুন আইনে গণপ্রহারকে সংজ্ঞায়িত করা হয়েছে। গণপ্রহার নিয়ে বিধান আনা দাবি দীর্ঘ দিনের। গণপ্রহারের অপরাধে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

সেই সঙ্গে তিনি জোর দেন ‘দণ্ড’ এবং ‘ন্যায়’ বিচারের উপর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন আইনে সাধারণ মানুষ যাতে ন্যায় বিচার পান সেটাই দেখা হয়েছে।

তিনি আরো বলেন, ঔপনিবেশিক যুগের ফৌজিদারি আইনের সংশোধনের পাশাপাশি বিচারব্যবস্থায় ভারতীয় মূল্যবোধ যোগ করা হয়েছে। বিধানগুলি এমন যে এতে অনেক গোষ্ঠী উপকৃত হবে। ব্রিটিশ আমলের আইনের অনেক ধারা আজকের সঙ্গে সুসংগত রেখে প্রতিস্থাপিত করা হয়েছে।

উল্লেখ্য, ব্রিটিশ পরবর্তী সময় থেকে চলে আসা ভারতীয় আইনে বদল এনেছে নরেন্দ্র মোদি সরকার। ১৮৬০ সালে তৈরি ‘ইন্ডিয়ান পেনাল কোড’ (ভারতীয় দণ্ডবিধি)-র পরিবর্তে হয়েছে ‘ভারতীয় ন্যায় সংহিতা’। ১৮৯৮ সালের ‘ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট’ (ফৌজদারি দণ্ডবিধি)-র নতুন রূপ ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ এবং ১৮৭২ সালের ‘ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট’ (ভারতীয় সাক্ষ্য আইন)-এর বদলে কার্যকর হচ্ছে ‘ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম’।

আরো পড়ুন: আম্বানি পুত্রের বিয়ের কার্ডে রুপোর মন্দিরে সোনার মূর্তি!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App