নুসেইরাত ক্যাম্পে ইসরায়েলের বোমা হামলায় নিহত ১২

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৪, ০৮:৪৪ এএম

নুসেইরাত ক্যাম্পে ইসরায়েলের বোমা হামলায় নিহত ১২। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলায় আল-মাদৌন পরিবারের ৫ জনসহ মোট ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় অন্য একটি বাড়ির কমপক্ষে ৭ সদস্য নিহত হয়েছেন। সেখানেও অনেকে আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, হামাসকে নির্মূল করতে গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় এ পর্যন্ত ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।