যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে বন্দুকধারীর গুলিতে শিশুসহ আহত ১০

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১১:১৩ এএম

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের কাছে নগর কর্তৃপক্ষ পরিচালিত একটি ওয়াটার পার্কে এক বন্দুকধারী হামলা চালায়। ওই বন্দুকধারীর গুলিতে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৫ জুন) সন্ধ্যায় এলোপাতাড়ি গুলিবর্ষণের এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ জানায়, এখন পর্যন্ত সন্দেহভাজন ওই বন্দুকধারী ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হয় নি। তবে পুলিশের ধারণা, ওই সন্দেহভাজন বন্দুকধারী ব্যক্তি কাছেরই কোনো একটি বাড়িতে লুকিয়ে রয়েছে। ঘটনাস্থলে সন্দেহভাজনের ব্যবহৃত পিস্তলটি পাওয়া গেছে বলেও জানিয়েছে তারা।
এক সংবাদ সম্মেলনে অকল্যান্ড কাউন্টি শেরিফ মাইকেল বুশার্ড জানান, শনিবার বিকাল প্রায় ৫টার দিকে মিশিগানের রচেস্টার হিলসের ব্রুকল্যান্ডস প্লাজা স্প্ল্যাশ প্যাড পার্কের সামনে একটি গাড়ি থেকে এক ব্যক্তি নামে, তারপর সে একটি আধা-স্বয়ংক্রিয় ৯এমএম গ্লক পিস্তল দিয়ে প্রায় ৩০টি গুলি ছোড়ে; এ সময় সে বেশ কয়েকবার গুলি ভরে নেয়।
আরো পড়ুন: দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
রচেস্টার হিলস ডেট্রয়েট থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে। রচেস্টার হিলসের পাশের এলাকা অক্সফোর্ড টাউনশিপের একটি স্কুলে ২০২১ সালে নির্বিচার গুলিবর্ষণের এক ঘটনা ঘটেছিল। তখন ১৫ বছর বয়সী শিক্ষার্থী ইথান ক্রাম্বলি গুলি করে অক্সফোর্ড হাইস্কুলের চার শিক্ষার্থীকে হত্যা এবং এক শিক্ষক ও আরও ছয় শিক্ষার্থীকে আহত করেছিল।