×

আন্তর্জাতিক

ঈদের চাঁদের ছবি প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০৬:০৭ পিএম

ঈদের চাঁদের ছবি প্রকাশ

ঈদের চাঁদ। ছবি: সংগৃহীত

   

১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের অর্ধ চন্দ্রের ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)।

বৃহস্পতিবার (৬ জুন) এই চাঁদ ওঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে শুক্রবার (৭ জুন) থেকে শুরু হয়েছে জিলহজ মাস। খবর গালফ নিউজের।

আইএসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবিটি প্রকাশ করেছে। ছবিটিতে অন্ধকার আকাশে চাঁদটি অপরূপভাবে ফুটে ওঠার দৃশ্য প্রতিফলিত হয়েছে।

শুক্রবার, গ্রিনিচ সময় অনুযায়ী সকাল ৬টায় আমিরাতের আবুধাবির জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে চাঁদটির ছবিটি তোলা হয়েছে। চাঁদটি সূর্য থেকে প্রায় ১১ ডিগ্রি দূরে ছিল। উল্লেখ্যে, পৃষ্ঠতলে চাঁদটির স্থায়ীত্ব ছিল ১৫ দশমিক ৭ ঘণ্টা।

আরো পড়ুন: মধ্যগাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, বাড়ছে হতাহতের সংখ্যা

জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে ঈদুল আজহার পাশাপাশি হজের দিনও নির্ধারিত হয়ে থাকে। বৃহস্পতিবার সৌদি আরবে যেহেতু চাঁদ দেখা গেছে তাই এবার হজ হবে ১৫ জুন শনিবার। এদিন হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাই ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। হজ শেষে পরের দিন ১৬ জুন রবিবার সৌদিতে উদযাপিত হবে ঈদুল আজহা।

ঈদুল আজহা উপলক্ষে এবার সৌদির সাধারণ মানুষ চারদিন সরকারি ছুটি পেয়েছেন।

এদিকে এ বছর রেকড সংখ্যক মানুষ হজ করবেন বলে আশা করছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তবে এবার কেউ যেন অনুমতি ছাড়া হজ করতে না পারেন সেজন্য কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটি। সৌদি ঘোষণা দিয়েছে, যদি কোনো প্রবাসী অনুমতি ছাড়া হজ করেন তাহলে তাকে কারাদণ্ড দেয়া ছাড়াও নিজ দেশে ফেরত পাঠানোর মতো কঠোরতা দেখানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App