×

আন্তর্জাতিক

শরীরের গোপনস্থানে এককেজি স্বর্ণ পাচার করছিলেন তিনি!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০২:১৭ পিএম

শরীরের গোপনস্থানে এককেজি স্বর্ণ পাচার করছিলেন তিনি!

ছবি: সংগৃহীত

   

ওমানের রাজধানী মাসকাট থেকে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টার সময় এক নারী কেবিন ক্রুকে আটক করা হয়েছে। ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) একটি সূত্র জানিয়েছে, ওই কেবিন ক্রু তার শরীরের গোপন স্থান পায়ুপথে করে সোনা নিয়ে এসেছিলেন।

গত ২৮ মে মাস্কাট থেকে কেরালার কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সুরভী খাতুন নামের এই কেবিন ক্রু। তিনি কলকাতার বাসিন্দা। ওই সময় গোয়েন্দারা তার শরীরে তল্লাশি চালান। তল্লাশিতে তার পায়ুপথে ৯৬০ গ্রাম সোনা পাওয়া গেছে বলে বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন এক কর্মকর্তা। 

জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে তাকে ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এরপর আদালত সোনা পাচারকারী নারী কেবিন ক্রুয়ের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে কান্নুরের নারী কারাগারে রাখা হয়েছে।

রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের সূত্রটি দাবি করেছে, ভারতের ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো নারী ক্রুয়ের পায়ুপথ থেকে সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে।

এই কেবিন ক্রুয়ের বিরুদ্ধে এখন বিষদ তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি এর আগেও সোনা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। এই চোরাচালানের সঙ্গে কেরালার একটি গ্যাং জড়িত। তাদের শনাক্ত ও গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত কেবিন ক্রু যে এয়ারলাইন্সের হয়ে কাজ করতেন সেটির সঙ্গে যোগাযোগ করেছিল তারা। তবে এয়ারলাইন্সটি এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

আরো পড়ুন:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App