×

আন্তর্জাতিক

দিল্লিতে বিজেপি ঠেকাতে একাট্টা কেজরীওয়াল-রাহুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৭:৩২ পিএম

দিল্লিতে বিজেপি ঠেকাতে একাট্টা কেজরীওয়াল-রাহুল

ছবি: সংগৃহীত

   

ভারতে লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে একজোট হয়েছে বিরোধী দলগুলো। সে লক্ষ্যে ইতোমধ্যে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। সেই জোটেই শরিক কংগ্রেস ও আম আদমি পার্টি। লোকসভা নির্বাচনের আগেও যেখানে আপ-কংগ্রেসের আসন ভাগাভাগি নিয়ে বিরোধ বেঁধেছিলো, সেখানেই নির্বাচনের মধ্যেই তাদের 'দোস্তি'।

নিজে করেন এক দল, কিন্তু ভোট দেবেন অন্য দলকে! জোটের জট এমন পাকিয়েছে যে আম আদমি পার্টিকে ভোট দেবেন রাহুল গান্ধী। শনিবার (১৮ মে) এ কংগ্রেসের সংসদ সদস্য নিজেই জানালেন যে তিনি দিল্লিতে আপ প্রার্থীকে ভোট দেবেন।

একই দিন ইন্ডিয়া জোটের প্রার্থী হয়ে জন জনসংযোগ করতে গিয়ে রাহুল গান্ধী বলেন, কেজরীরওয়াল কংগ্রেসের বোতামে চাপ দেবেন, আর আমি আম আদমি পার্টির বোতামে। দিল্লির সাত লোকসভা আসনেই ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত করতে কংগ্রেস ও আম আদমি পার্টির কর্মীরা একসঙ্গে কাজ করার আহবানও জানান তিনি।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি বিতর্কে বসার হুংকারও দিয়েছেন রাহুল। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিতর্কে বসতে রাজি। তিনি যখন, যেখানে চাইবেন, আমি তাতেই রাজি। কিন্তু আমি নিশ্চিত যে তিনি আসবেন না। যদি প্রধানমন্ত্রী আমার সামনে আসেন, তবে আমি মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পুঁজিবাদ ও কৃষকদের ইস্যু নিয়ে প্রশ্ন করবো।

রাহুল আরো বলেন, মোদী শুধুমাত্র ২২-২৫ জনের জন্য কাজ করেছেন। আমি চাঁদনি চকের ছোট ব্যবসায়ীদের কাছে জানতে চাই, মোদী আপনাদের জন্য কী করেছেন? জিএসটি, নোটবন্দিসহ অন্যান্য কর ছোট ব্যবসাগুলিকে প্রভাবিত করেছে। এছাড়া রেল ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোর বেসরকারিকরণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App