×

আন্তর্জাতিক

ঈদের দিন হামাসপ্রধানের ৩ ছেলেকে হত্যা করল ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ১০:৫৯ এএম

 ঈদের দিন হামাসপ্রধানের ৩ ছেলেকে হত্যা করল ইসরায়েল

হামাসপ্রধানের ৩ ছেলে

   

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার তিন ছেলেকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েলের বর্বর সেনারা।

দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের দির বুধবার সন্ধ্যায় উত্তর গাজার একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে হানিয়ার তিন ছেলে- হাজেম, আমির এবং মোহাম্মদকে হত্যা করে।

উত্তর গাজার আল-শাতি শরণার্থী শিবির এলাকায় একটি গাড়িতে করে যাওয়ার সময় ইহুদিবাদী ইসরাইল ওই গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় এবং এতে হামাস নেতা হানিয়ার তিন ছেলের পাশাপাশি এক নাতিও প্রাণ হারান।

এই হত্যাকাণ্ডের পর ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। তবে হামাস নিয়ন্ত্রিত আল-আকসা টেলিভিশন চ্যানেল এবং ইসমাইল হানিয়ার পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন।

ইসমাইল হানিয়া এই ঘটনায় আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছেন, তার তিন ছেলে এবং নাতিকে শাহাদাতের জন্য মহান আল্লাহ কবুল করেছেন।

ইসমাইল হানিয়া আরো বলেছেন, এই রক্ত এবং বেদনা থেকে আমরা ফিলিস্তিনি জাতির জন্য নতুন আশা ও নতুন ভবিষ্যৎ নির্মাণ করবো, আমরা আমাদের জাতির জন্য মুক্তি ছিনিয়ে আনবো। গাজার জনগণের এই দুঃসময় আমার ছেলেরা ফিলিস্তিনি জনগণের সঙ্গে গাজা উপত্যকাতেই ছিল, তারা গাজা ছেড়ে চলে যায়নি।

তিনি বলেন, চলমান যুদ্ধে গাজায় তার পরিবারকে চরম মূল্য দিতে হচ্ছে এবং গত কয় মাসে তার পরিবারের অন্তত ৬০ সদস্য শহীদ হয়েছেন।

ইসমাইল হানিয়া জোর দিয়ে বলেন, দখলদাররা মনে করেছে নেতার সন্তানদের হত্যা করে জনগণের মনোবল ভেঙে দেবে কিন্তু তাদের বোঝা উচিত এই শাহাদাতের ঘটনা ফিলিস্তিনি জনগণের মনোবলকে শুধুই বাড়াবে এবং তারা তাদের মাতৃভূমি মুক্ত করার ব্যাপারে আরো বেশি দৃঢ়প্রতিজ্ঞ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App