সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪০

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০২:৫৫ পিএম

ছবি: সংগৃহীত
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই সেনা সদস্য।
নিহতদের মধ্যে হিজবুল্লাহর ৬ সদস্য রয়েছেন বলে সংগঠনটি টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে। খবর আল-জাজিরার।
ইরান এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, গাজায় হামাসের বিরুদ্ধে পরাজয়ের গ্লানি ঢাকতে ইসরায়েলের বর্বর সেনারা এই আগ্রাসন চালিয়েছে।
ইসরায়েলি এই আগ্রাসনকে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে তিনি উল্লেখ করেন।
গাজায় আগ্রাসন শুরুর পর থেকে দখলদার ইসরায়েল সিরিয়ার ওপর হামলা জোরদার করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার গাজার প্রতি সবসময় জোরালো সমর্থন দিয়ে আসছে।