রমজানে পশ্চিমতীরে ইসরায়েলের ভয়াবহ হামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৪:২৩ পিএম

পবিত্র রমজানেও অধিকৃত পশ্চিমতীরে একাধিক স্থানে ভয়াবহ অভিযান চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী।
দখলদার বাহিনীর হামলায় ওই এলাকায় ২ শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।
বুধবার (১৩ মার্চ) ফিলিস্তিনি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি বাহিনী মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় অধিকৃত পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরে রামি আল-হালহুলি নামে এক ১৩ বছর কিশোরকে গুলি করে হত্যা করে।
ইসরায়েলের বর্ডার পুলিশ জানিয়েছে, ওই ফিলিস্তিনি শিশু তাদের লক্ষ্য করে আতশবাজি ছুড়েছিলো।
ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ওই হত্যাকাণ্ডে ইসরায়েলি সেনাদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
বেন-গভির একটি এক্স পোস্টে বলেন, আমি সেই যোদ্ধাকে অভিবাদন জানাই যে ওই ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে।
তবে, প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিহত ওই ফিলিস্তিনিশিশু ইসরায়েলি বাহিনীর দিকে নয়, আকাশের দিকে আতশবাজি ছুড়েছিল।