×

আন্তর্জাতিক

তলোয়ার বানানো শেখাসহ এশিয়া সফরে যা করছেন জাকারবার্গ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৯ পিএম

তলোয়ার বানানো শেখাসহ এশিয়া সফরে যা করছেন জাকারবার্গ
   

এশিয়ায় সফরে গেছেন মেটাপ্রধান মার্ক জাকারবার্গ। এখন তিনি জাপানে অবস্থান করছেন। সেখানে তলোয়ার তৈরি শেখা, স্কিয়িং করাসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। জাপানের পর তার গন্তব্য দক্ষিণ কোরিয়া। এরপর ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়েপূর্ববর্তী উদ্‌যাপনে অংশ নেয়ার কথা রয়েছে তার। 

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে জাকারবার্গের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, তিনি একজন তলোয়ার মাস্টারের কাছ থেকে কাতানা তলোয়ার বানানো শিখছেন। এক মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জাপানে ৩৯ বছর বয়সী জাকারবার্গ পরিবারের সঙ্গে স্কিয়িংয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। সোমবার ও মঙ্গলবার টোকিওতে ফেসবুক ডেভেলপারদের সঙ্গেও তার বৈঠক করার কথা।

এরপর জাকারবার্গ দক্ষিণ কোরিয়ায় সফর করবেন বলে আশা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইউল এবং প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং ও এলজির নেতাদের সঙ্গে দেখা করবেন জাকারবার্গ।

এএফপির কাছে মেটা থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘সংক্ষিপ্ত সময়ের জন্য দেশটি সফরে যাওয়ার পরিকল্পনা করছেন মার্ক। সেখানে কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁর অংশ নেওয়ার কথা। স্যামসাং ইলেকট্রনিকস, এসকে হায়নিক্সসহ বিশ্বের বড় বড় কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠানই দক্ষিণ কোরিয়ার।

কোরিয়া ইকোনমিক ডেইলির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়া সফরে প্রযুক্তিপ্রতিষ্ঠান এলজি ইলেকট্রনিকসের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করবেন জাকারবার্গ। সেখান তারা একটি মিক্সড রিয়েলিটি হেডসেট তৈরির ব্যাপারে কথা বলবেন। অ্যাপলের ভিশন প্রোর সঙ্গে প্রতিযোগিতার জন্য এ হেডসেট তৈরি করা হবে।

ভারতের ধনকুবের ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলের বিয়েপূর্ববর্তী বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেবেন জাকারবার্গ। আগামী ১ থেকে ৩ মার্চ সে দেশে থাকবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App