×

আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলার পর আবোল-তাবোল বকছে সেনারা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৫:১৮ পিএম

মার্কিন ঘাঁটিতে হামলার পর আবোল-তাবোল বকছে সেনারা!
   

মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডা বা সেন্টকম বলেছে, আইন আল-আসাদ বিমানঘাঁটিতে ইরাকের সন্ত্রাসবিরোধী সংগঠনগুলোর জোট হাশদ আশ-শাবির যোদ্ধারা ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরে বহুসংখ্যক আমেরিকান সেনা মস্তিষ্কে আঘাত পেয়েছেন। এদের অনেকেই এখন আবোল-তাবোল বকছে। এখন তাদের ব্রেইন ইনজুরির বিষয়টি নিবিড়ভাবে মূল্যায়ন করা হচ্ছে। খবর: রয়টার্স ও দ্যা মিন্টের।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় হাশদ আশ-শাবির যোদ্ধারা ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র চালায় এবং এই হামলার বিষয়টি সেন্টকম এক বিবৃতিতে নিশ্চিত করেছে। আহত মার্কিন সেনারা অনেকেই ব্রেইন ইনজুরির শিকার হয়েছে এবং তাদের মধ্যে কেউ কেউ আবোল তাবোল বকছে। তবে এই ব্যাপারে সেন্টকম বিস্তারিত জানাতে অস্বীকার করেছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে, ক্ষেপণাস্ত্র হামলায় যেসব সেনা ব্রেইন ইনজুরির শিকার হয়েছে তাদের কারোর অবস্থা গুরুতর নয়। 

ওই কর্মকর্তা জানান, ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকি নিরাপত্তা বাহিনীরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। টেলিগ্রামে চ্যানেলে প্রচারিত এক বিবৃতিতে হাশদ আশ-শাবি আইন আল-আসাদ ঘাঁটির ওপর হামলার দায়িত্ব স্বীকার করেছে। সংগঠনটি বলেছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে।

ইরাকের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, গত শনিবার সন্ধ্যায় আইন আল-আসাদ ঘাঁটির ওপর প্রতিরোধকামী যোদ্ধারা ৪০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App