ইরাকে ৩ মোসাদ কর্মকর্তার মৃত্যুর কথা স্বীকার করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ১১:০৭ এএম

ইরাকের ইরবিলে সম্প্রতি মোসাদের ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় ৩ গোয়েন্দা কর্মকর্তা নিহতের কথা অবশেষে স্বীকার করেছে ইসরায়েল।
দেশটির গণমাধ্যম দৈনিক জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লেবাননের আল-মায়াদিন টিভি জানায়, ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে ইরাকের ইরবিলে ইসরায়েলের অঘোষিত সামরিক ঘাঁটিতে ইহুদিবাদী গুপ্তচর সংস্থা মোসাদের ৮২০০ নম্বর ইউনিটের ৭ সদস্য একত্রিত হয়। এরপর সেখানে ড্রোন হামলা হয়। এতে ইসরাইলের তিন গোয়েন্দা কর্মকর্তা প্রাণ হারায়।
আল-মায়াদিন টিভি চ্যানেলের এই খবরের সত্যতাই স্বীকার করেছে ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট।
ইরাকের বিভিন্ন সূত্র জানিয়েছে, ইরবিলে দীর্ঘ দিন ধরে ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের তৎপরতা বেড়েছে। সেখান থেকে ইরানসহ মুসলিম দেশগুলোর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে।