×

আন্তর্জাতিক

ভারতকে ১৫ মার্চের মধ্যে সেনা প্রত্যাহার করতে বলেছে মালদ্বীপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০১:৩১ পিএম

ভারতকে ১৫ মার্চের মধ্যে সেনা প্রত্যাহার করতে বলেছে মালদ্বীপ

ছবি: সংগৃহীত

   

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দিল্লিকে আগামী ১৫ মার্চের মধ্যে দেশটি থেকে ভারতীয় সব সেনা প্রত্যাহার করে নিতে বলেছেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির।

সম্প্রতি প্রথা ভেঙে চীন সফর করে এসেছেন মুইজ্জু। মালদ্বীপের নতুন প্রেসিডেন্টরা সাধারণত প্রথম আন্তর্জাতিক সফরে ভারতে যান। এর মধ্য দিয়ে ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি প্রভাবশালী প্রতিবেশীদের প্রতি তাদের মিত্রতার প্রদর্শন করে।

কিন্তু মুইজ্জু শুরু থেকেই ভারতবিরোধী অবস্থান নিয়েছেন। নির্বাচনি প্রচারের সময়ই তিনি বলেছিলেন, নির্বাচিত হলে তিনি ভারতীয় সেনাদের মালদ্বীপে অবস্থান করতে দেবেন না। সেই সূত্র ধরে ২০২৩-এর নভেম্বরে ভোটে জিতে প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব গ্রহণের পরপরই তিনি দিল্লিকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান। কিন্তু তখন সময়ের ব্যাপারে কিছু বলা হয়নি।

তবে চীন সফর শেষে তিনি এবার ভারতকে সেনা প্রত্যাহার করে নেয়ার জন্য সময় বেঁধে দিলেন। ৮ থেকে ১২ জানুয়ারি চীন সফর করেন তিনি। দেশে ফেরেন শনিবার।

এ মাসের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির ছোট্ট ইউনিয়ন টেরিটোরি লাক্ষাদ্বীপ সফর করার পর সেই সফরের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। সেখানে তাকে ডুবসাঁতার দিতে দেখা যাওয়ার ভিডিও ভাইরাল হয়। স্থানীয়ভাবে লাক্ষাদ্বীপে পর্যটন উৎসাহিত করতে মোদী সেখানে ভ্রমণ করেছিলেন।

মালদ্বীপের তিন উপমন্ত্রী ও কয়েকজন নেতা মোদীর ওই ছবি এবং ভিডিও নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। মোদীকে ‘জোকার’, ‘সন্ত্রাসী’ এবং ‘ইসরায়েলের হাতের পুতুলও’ আখ্যা দেন তারা। কেউ কেউ মোদীর লাক্ষাদ্বীপ সফরকে গোটা বিশ্বে জনপ্রিয় পর্যটনস্থল মালদ্বীপ থেকে পর্যটক ভাগিয়ে নেয়ার অপচেষ্টা হিসাবেও দেখেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিন উপমন্ত্রীর মন্তব্য নিয়ে তোলপাড় হয়। দুই দেশের মধ্যে দেখা দেয় কূটনৈতিক টানাপড়েন। পরে পরিস্থিতি সামাল দিতে তিন উপমন্ত্রীকে বরখাস্ত করে মালদ্বীপ।

মালদ্বীপের বিরোধী দলগুলোও তিন উপমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেন। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, “আমরা হয়তো ছোট দেশ, কিন্তু আমাদের বিদ্রুপ করার অধিকার নেই।”

এদিকে, ভারতীয় সেনা প্রত্যাহার বিষয়ে রবিবার মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের পাবলিক পলিসি সেক্রেটারি আবদুল্লাহ নাজিম ইব্রাহিম বলেন, প্রেসিডেন্ট মুইজ্জু ও তার প্রশাসনের নীতি এটাই যে, ভারতীয় সেনা কর্মকর্তারা মালদ্বীপে অবস্থান করতে পারবেন না।”

এনডিটিভি জানায়, মালদ্বীপে বর্তমানে ৮৮ জন ভারতীয় সেনা দায়িত্বরত আছেন। ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়ে ভারত ও মালদ্বীপের উচ্চ পর্যায়ের কূটনীতিকদের (কোর গ্রুপ) মধ্যে বৈঠক চলছে। প্রথম বৈঠক রবিবার সকালে রাজধানী মালেতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে অনুষ্ঠিত হয়। মালদ্বীপে ভারতের হাই কমিশনার মুনু মাহাওয়ার ওই বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

নাজিম রবিবারের বৈঠকের বিষয়টি নিশ্চিত করে আরো বলেন, ওই বৈঠকের এজেন্ডা ছিল আগামী ১৫ মার্চের মধ্যে সেনা প্রত্যাহার করে নেয়ার অনুরোধ জানানো।

ভারতের পক্ষে দেয়া এক বিবৃতিতে বলা হয়, “বৈঠক চলাকালীন, উভয় পক্ষ চলমান উন্নয়ন সহযোগিতা প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা সহ অংশীদারিত্ব বাড়ানোর পদক্ষেপগুলি চিহ্নিত করে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক বিস্তৃত করার বিষয় নিয়ে আলোচনা করেছে।”

বিবৃতিতে আরো জানানো হয়, উভয় পক্ষের সুবিধা অনুযায়ী ‘দ্য হাই লেভেল কোর গ্রুপে’র পরবর্তী বৈঠক ভারতে অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App