সেদিন মনভরে হেসেছিলেন প্রণব মুখার্জি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২০, ১০:০৫ পিএম

প্রণব মুখার্জি
ছবিটি দেখেই মনে হচ্ছে সেদিন মনভরে হেসেছিলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। প্রণব মুখার্জীকে নিয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত কার্টুনগুলির প্রতিও অমোঘ আকর্ষণ ছিল প্রণবের। তাই যে সব কার্টুন পছন্দ হতো, সেগুলি সংগ্রহ করে রাখতেন। ওই সব কার্টুন নিয়ে রাষ্ট্রপতি ভবনে একটি প্রদর্শনীও হয়। সংগ্রহের সব কার্টুন প্রদর্শনীর ব্যবস্থাও করেছিলেন এবং নিজের কার্টুন দেখে মনভরে হেসেছিলেন প্রণব।
২০১২ সালে প্রণব মুখার্জীকে রাষ্ট্রপতি করা নিয়ে আপত্তি তুলেছিল বিজেপি। কিন্তু ২০১৪ সালে কংগ্রেসকে হারিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় এলে, রাষ্ট্রপতির সঙ্গে সুসম্পর্কই ছিল তাদের। ২০১৯ সালে, প্রজাতন্ত্র দিবসের এক দিন আগে প্রণব মুখার্জীকে সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নও প্রদান করে মোদী সরকার।
রাষ্ট্রপতি হয়ে দেশের প্রথম নাগরিককে ‘হিজ এক্সেলেন্সি’ এবং ‘মহামহিম’ সম্বোধন করার প্রথায় ইতি টানেন প্রণব মুখার্জী। বরং মার্কিন মুলুকের মতো ইংরেজিতে ‘মিস্টার প্রেসিডেন্ট’ এবং হিন্দিতে ‘মাননীয়’ সম্বোধনের প্রয়োগ করায় জোর দেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা