সর্পরাজ্য: যেখানে সাপের কামড়েই ১০ লাখ মৃত্যু!

nakib
প্রকাশ: ০৮ জুলাই ২০২০, ০৪:২১ পিএম

ভারতে সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয়
বিষধর সাপের কামড়ে কত মানুষের মৃত্যু হতে পারে? ভারতে গত ২০ বছরে প্রায় ১২ লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে এক সমীক্ষায় রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যাদের মধ্যে অর্ধেকের বয়স ছিল ৩০ থেকে ৬৯ বছর। মোট মৃত্যুর এক-চতুর্থাংশ ছিল শিশু।
যেসব সাপের কামড়ে অধিকাংশ মৃত্যু হয়েছে তাদের মধ্যে রয়েছে রাসেল ভাইপার, ক্রের্টস, এবং কুবরা। বাকি ১২ প্রজাতির সাপের দংশনে অন্যদের মৃত্যু হয়েছে। দুর্গম এলাকায় সাপের দংশন বেশি হওয়ায় আক্রান্তদের অনেককে সঠিক চিকিৎসা দেয়াও সম্ভব হয়নি। সাপের দংশনের অর্ধেক ঘটেছে বর্ষার সময়ে। অধিকাংশ মনুষর পায়ে কামড় দিয়েছে সাপ। ই লাইফ নামের একটি জার্নালে প্রকাশিত সমীক্ষায় এসব তথ্য দেয়া হয়েছে।
ভারত ও দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে থাকা রাসেল ভাইপার সাপগুলো খুবই আক্রমণাত্মক প্রকৃতির হয়ে থাকে। ইদুর খায় বলে এসব সাপ মানুষের বসতির নিকটেই বসবাস করে থাকে। ভারতীয় ক্রের্টস দিনের বেলায় শান্ত থাকলেও রাতের আধারে ভয়ঙ্কর হয়ে ওঠে। আর কুরবা রাতের অন্ধকারে কামড় দেয়। সাথে সাথে ভিতরে রক্তক্ষরণ হয় বলে তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয়।
উল্লেখ্য, বিশ্বে প্রতি বছর সাপের কামড়ে ৮১ হাজার থেকে ১ লাখ ৩৮ হাজার মানুষের মৃত্যু হয়।
