আমফানের পর এবার মঙ্গা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২০, ০৫:৫৪ পিএম

১৩০ কিলে বেগে আছড়ে পড়বে মঙ্গা/ফাইল ছবি
বাংলাদেশ ও ভারতে তাণ্ডব চালিয়েছে সুপার সাইক্লোন আমফান। কয়েকদিন কেটে গেলেও এখনও রয়ে গেছে রেশ। বাংলাদেশর উপকূল ও ভারতের কলকাতাসহ দক্ষিণবঙ্গের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসস্তুপ। কতো মানুষ হাহাকার অবস্থায় রয়েছে। গ্রামের পর গ্রাম এখনও পানির তলায়। ভয়ঙ্কর ঝড়ের রূপ দেখেছে দুই বাংলার মানুষ।
এবার সেই আতঙ্ক অষ্ট্রেলিয়ার উপকূলে। সে দেশের উপকূলে ঘন্টায় ১৩০ কিমি বেগে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন মঙ্গা (Mangga)। ইতোমধ্যে সে দেশে ব্যাপক ঝড়ের তাণ্ডব শুরু হয়েছেও বলে জানা গেছে।
জানা গেছে, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে আঘাত হানবে এই সুপার সাইক্লোন। যার ফলে দেশের উপকূল অঞ্চলের কয়েক হাজার মানুষ বিপদের মুখে পড়তে পারে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় বহু মানুষকে উপকূল এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিপদের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত বিদ্যুৎ সংযোগ। বেসওয়াটার, বাসেনডিন, অ্যাশফিল্ড শহরের পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষতির হওয়ার আশঙ্কা করা হচ্ছে।