লকডাউনে বাঁচার সংগ্রামে ভারতের শিশুরা

nakib
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৪:৩৪ পিএম

পথশিশু

খাদ্যের জন্য অপেক্ষা
করোনা ভাইরাস থেকে বাঁচার জন্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে লকডাউন চলছে। ১৩০ কোটি মানুষের দেশ ভারতেও ২১ দিনের লকডাউনে স্থবির হয়ে আছে পুরোদেশ। মহামারির সাথে লড়তে দেশের সবকিছু বন্ধ করে দেয়ায় দেশটির কয়েক লাখ শিশু খাদ্য সংকটে ক্ষুদা নিয়ে দিন পার করছে। বিশ্বের সবচেয়ে বেশি শিশুর বসবাস ভারতে।
[caption id="attachment_214416" align="aligncenter" width="700"]
দেশটিতে প্রায় ৪৭ কোটি ২ লাখ শিশু রয়েছে। যাদের মধ্যে ৪ কোটি শিশু দরিদ্র পরিবারের মধ্যে বেড়ে উঠছে। এসব শিশুদের প্রধান কাজ হচ্ছে গ্রাম্য এলাকায় চাষাবাদ করা, টোকাই, রাস্তায় বেলুন বা কলমসহ বিভিন্ন ধরণের পণ্য বিক্রি করে থাকে। দিল্লিতে এ ধরণের ৭০ হাজার পথশিশু রয়েছে। এসব শিশুরা খুবই স্বাধীন ছিল। তবে এখন তারা কাজ না থাকায় খাদ্য সংকটে ভুগছে। দেশটির শিশু হেল্পলাইনে সপ্তাহে তিন লাখ কল আসছে সহায়তা চেয়ে। সরকারি শিশু সংস্থা ভারতের ৭১৮ জেলার মধ্যে ৫৬৯ টি জেলায় কাজ করে থাকে। খল করে অনেকে খাদ্য সহায়তা চাচ্ছে তবে তাদের খুব কম সংখ্যকই সহায়তা পেয়ে থাকে।
এমন পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত অজানা সংগ্রামে লিপ্ত রয়েছে এসব পথশিশুরা। লকডাউন বাড়তে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়বে এসব দরিদ্র শিশুরা।