সৌদি রাজ পরিবারে করোনার ছড়াছড়ি

nakib
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১১:২২ এএম

সোদি রাজপরিবার
সৌদি আরবের রাজপরিবারের প্রায় ১৫০ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালীদৈনিক দ্য নিউইয়র্ক টাইমস। দেশটির রাজধানী রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বানদার বিন আব্দুল আজিজ করোন আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিউতে রয়েছেন।
সৌদির রাজা সালমান এবং সবচেয়ে প্রভাবশালী প্রিন্স মুহাম্মদ বিন সালমান করোনা এড়াতে আইসোলেশনে রয়েছেন।রাজপরিবারের অন্যকেউ আক্রান্ত হল তাদেরকে সেবা দেয়ার জন্য রাজপরিবারের ব্যবহৃত একটি উচ্চমানের হাসপাতালে ৫০০ সিট প্রস্তুত রাখা হয়েছে। দেশটিতে কয়েক হাজার রাজপ্রত্র রয়েছে যারা অধিকাংশের বিভিন্ন সময়ে ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করার ইতিহাস রয়েছে। ধারণা করা হচ্ছে তাদের মাধ্যমে দেশটিতে করোনা এসে থাকতে পারে।
উল্লেখ্য, দেশটিতে প্রায় ৩ হাজার মানুষ আক্রন্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে ৪১ জন সৌদি নাগরিক। দেশটিতে এরআগে উমরা কার্যক্রম স্থগিত করা হয় এবং সারা বিশ্বের সাথে ফ্লাইট বন্ধ করে দেয়া হয়। এমনকি এক প্রদেশ থেকে অন্য প্রদেশেও বিমান চলাচল বন্ধ করে দিয় ৫টি প্রধান শহরে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়।