বরিস আইসিইউতে, কে নিচ্ছেন যুক্তরাজ্যের দায়িত্ব?

nakib
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৬:৪১ পিএম

আইসিউতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত গোটা বিশ্ব। এরই মধ্যে যুক্তরাজ্যের প্রেসিডেন্ট বরিস জনসন করোনায় আক্রান্ত হয়ে বিশেষসেবা কেন্দ্র বা আইসিইউতে চিকিৎসারত রয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডুমিনিক রবকে প্রয়োজনে সহকারীর দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
তবে প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে অক্ষম হলে কে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিবে সেটা নিয়ে অস্পষ্টতা রয়েছে। দেশটির সংবিধান অলিখিত থাকায় এ বিষয়ে কোন স্পষ্ট ব্যাখ্যা দেয়া নাই। তবে ধারণা করা হচ্ছে মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে অলোচনা করা হবে। সেখানে রবকে দায়িত্ব দেয়া হতে পারে। তবে সমস্যা হলো দেশটিতে এমন অনেক কাজ রয়েছে যা প্রধানমন্ত্রী ছাড়া হয় না। সেক্ষেত্রে যে অন্তবর্তী সময়ে দায়িত্ব পাবেন তাকে জটিলতায় পড়তে হবে।
উল্লেখ্য, দেশটির নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী মৃত্যুবরণ না করলে বা পদত্যাগ না করলে নিজ দায়িত্বে বহাল থাকবেন।