যৌন আবেদনময়ী ছবিতে গ্রেটার নাম!

nakib
প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০২:৪৫ পিএম

গ্রেটা থুনবার্গ
কানাডিয়ান একটি তেল কোম্পানী তাদের একটি আবেদনময়ী ছবির নিচে তাদের লগোতে গ্রেটার নাম ব্যবহার করে। গত সপ্তাহে ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনায় পড়ে কোম্পানিটি। ছবিটির নিচে ‘গ্রেটা‘ এবং এক্স-সাইট এনার্জি সার্ভিস’ কোম্পানির লগো দেখা যায়। ছবিতে সাদা-কালো রঙের নগ্ন নারীর ছবি দেখা যায়।
প্রথমে স্টিকারটি নির্মাণে তাদের কোন হাত নেই দাবী করেছিল কোম্পানিটি। পরবর্তীতে এক বিবৃতিতে কোম্পানীটি দুঃখ প্রকাশ করে ক্ষমা চায় এবং ভবিষ্যতে আরো ভাল করবে বলে জানায়।
উল্লেখ্য, পরিবেশবাদি আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ ২০১৮ সাল থেকে পরিবেশ নিয়ে আন্দোলন করে বিশ্বব্যাপি কয়েক মিলিয়ন কিশোর-কিশোরীকে উৎসাহিত করেছেন। তবে আপোষহীন মনোভাবের জন্য কিছু সমালোচনার শিকারও হয়েছেন গ্রেটা।