পাখি-বানরও সরানো হচ্ছে ট্রাম্পের আগমনে

nakib
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৮ পিএম

তাজমহলের সৌন্দর্য বর্ধনের কাজ চলছে

তাজমহলের পাশ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে
প্রথমবারের মতো সোমবার ভারতে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগমন উপলক্ষ্যে পুরো ভারতে পারিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালানো হচ্ছে। যা ভোগাচ্ছে কিছু স্থানিয় জনতা এবং বানরদেরও।
রাস্তায় বিশাল বিলবোর্ডে ট্রাম্প-মোদির ছবিতে ‘নমস্তা ট্রাম্প’ লিখে শুভেচ্ছা জানানো প্রস্তুতি নেয়া হয়েছে। ৩৬ ঘণ্টার এ সফরে বিশ্বের বৃহৎ ক্রিকেট স্টেডিয়ামে ১ লাখ মানুষের র্যালিতে অংশ নিবেন ট্রাম্প। ফাস্টলেডি মেনিলাকে নিয়ে তাজমহলে সূর্যাস্ত উপভোগ করবেন তিনি। ৬ থেকে ১০ লাখ মানুষ রাস্তায় সারিবদ্ধভাবে দাড়িয়ে থেকে স্বাগত জানাবে মার্কিন প্রেসিডেন্টকে।
[caption id="attachment_204380" align="aligncenter" width="700"]
তাজমহলের পাশ দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে[/caption]
একটি বস্তিকে আড়াল করার জন্য আহমেদাবাদ থেকে সরদার পাটেল স্টেডিয়াম পর্যন্ত অল্প সময়ের মধ্যে দীর্ঘ দেয়াল বানানো হয়েছে। তবে মোদির এ প্রচেষ্টাকে বাস্তবতাকে অস্বিকার করার প্রয়াস বলছেন বস্তিতে বসবাস করা সরদার সারানিয়া।
রাস্তা থেকে কুকুর ও গরু সরাতে একটি দল কাজ করছে আহমেদাবাদে। রাজ্যের বিমানবন্দরে ট্রাম্পেরে বিমান অবতরণ করতে যেন কোন সমস্যা না হয়ে সে জন্য পাখি ও বানরের দলকে সরিয়ে রাখতে বলা হয়েছে স্থানিয় বন বিভাগকে। গত ১০ দিনে খাদ্যের সন্ধানে আসা ৪৫ টি বানরকে বন্দি করা হয়েছে।
অন্যদিকে তাজমহলকে সুন্দর করে সাজানো হয়েছে। পানি দূষণ কমাতে যমুনা নদীতে পানি দেয়া হয়েছে। নতুন ব্যবসায়িক চুক্তি আর নিজেদের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে কোন কিছুতেই কমতি রাখছে না মোদি সরকার।
