বিদ্যুৎ বিভ্রাটে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর অচলাবস্থা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৭, ১২:০০ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টায় অবস্থিত হার্টসফিল্ড-জ্যাকসন বিমানবন্দর যাত্রী ও ফ্লাইটের দিকে দিয়ে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। তবে এ বিমানবন্দর যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এমন বিড়ম্বনায় পড়বে, তা মানতে পারছেন না কেউ।
ব্যস্ত এ বিমানবন্দরটি সম্প্রতি বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে। এ বিমানবন্দরে প্রতিদিন আড়াই লক্ষাধিক যাত্রী যাতায়াত করে। বিদ্যুৎ বিভ্রাটের ফলে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। এতে এক হাজারেরও ওপর ফ্লাইট বাতিল করতে হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাটে বিমানবন্দরের বিভিন্ন তথ্য বোর্ডগুলো অন্ধকার হয়ে যায়। বহু বিমানকে আশপাশের বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়।
রবিবার জিএমটি সময় দুপুর ১টা থেকে ৬টা পর্যন্ত এ বিভ্রাট ছিল। বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিমানবন্দরের সম্পূর্ণ কার্যক্রম প্রায় ভেঙে পড়ে এ সময়।
বিমানবন্দরটিতে প্রতিদিন প্রায় আড়াই হাজার বিমান ওঠানামা করে।
আর এ কারণে সামান্য বিদ্যুৎ বিভ্রাটে পড়লেই বিমান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়। আর এবারের বিদ্যুৎ বিভ্রাটের কারণে তেমনটাই প্রত্যক্ষ করল যাত্রীরা।
বিমানবন্দরটিতে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানটির কর্মীরা বলছেন, সেখানে বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহৃত ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনে অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়।
উল্লেখ্য যাত্রী সংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার এ বিমানবন্দরটি ১৯৯৮ সাল থেকে খ্যাতি অর্জন করে। এছাড়া বিমান ওঠানামার দিক দিয়ে ২০১২ সালে এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পায়।