
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ১১:২২ এএম
আরো পড়ুন
মিয়ানমারে ভূমিধসে ১৭ জনের প্রাণহানি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ১২:১১ পিএম

মিয়ানমারে একটি জেড খনিতে ভূমিধসে তিন নিরাপত্তাকর্মীসহ ১৭ জনের প্রাণহানি হয়েছে। সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রবিবার সকালে দেশটির কাচিন রাজ্যের পাকান্ত শহরের শেখমু গ্রামের কাছে অবস্থিত একটি জেড খনিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে তিন নিরাপত্তাকর্মীসহ ১৭ জনের প্রাণহানি হয়। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে এপ্রিলেও পাকান্ত শহরের একটি জেড খনিতে ভূমিধসের ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

মিয়ানমারে একটি জেড খনিতে ভূমিধসে তিন নিরাপত্তাকর্মীসহ ১৭ জনের প্রাণহানি হয়েছে। সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রবিবার সকালে দেশটির কাচিন রাজ্যের পাকান্ত শহরের শেখমু গ্রামের কাছে অবস্থিত একটি জেড খনিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে তিন নিরাপত্তাকর্মীসহ ১৭ জনের প্রাণহানি হয়। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে এপ্রিলেও পাকান্ত শহরের একটি জেড খনিতে ভূমিধসের ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।