×

আন্তর্জাতিক

রোহিঙ্গা পরিস্থিতি আরও ভালভাবে মোকাবিলা করা যেত : সুকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৫ এএম

রোহিঙ্গা পরিস্থিতি আরও ভালভাবে মোকাবিলা করা যেত : সুকি
   
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা পরিস্থিতি আরও ভালভাবে মোকাবিলা করা যেত বলে জানিয়েছেন দেশটির নেত্রী অং সান সুকি। বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ানের ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এ কথা বলেন তিনি। তিনি বলেন, অবশ্যই আরও অনেক উপায় ছিল, ওই ঘটনার পর বোঝা গেছে, পরিস্থিতি আরও ভালভাবে মোকাবিলা করা যেত। গত বছরের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর কয়েকটি চৌকিতে বিদ্রোহীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে সেখানকার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর সাঁড়াশি অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। নৃশংস ওই অভিযানের শিকার হয়ে প্রায় আট হাজার রোহিঙ্গা নিহত এবং আরও বেশ কয়েক হাজার আহত হয়। বর্বর ওই অভিযান থেকে জীবন বাঁচাতে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। সুকির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, তবে আমরা বিশ্বাস করি, দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সকল পক্ষকে নিরপেক্ষ হতে হবে। আইনের শাসন অনুযায়ী কে রক্ষা পাবে তা আমাদের ঠিক করে দেওয়া উচিত নয়। গত সপ্তাহে মিয়ানমারের আদালত ওই দুই সাংবাদিককে রাষ্ট্রীয় তথ্য ফাঁস করার অভিযোগে অভিযুক্ত করে সাত বছর করে কারাদণ্ড দেয়। সুকির বরাত দিয়ে গার্ডিয়ান বলছে, তাদের সাজা দেওয়ায় মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়নি। কারণ তাদের সাংবাদিক হিসেবে গ্রেপ্তার ও সাজা দেওয়া হয়নি। বরং রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগে তাদের সাজা হয়েছে। তবে আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে তারা আপিল করতে পারেন বলেও উল্লেখ করেন মিয়ানমার নেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App