×

আন্তর্জাতিক

ব্রাজিলের ২০০ বছরের পুরনো জাতীয় জাদুঘরে অগ্নিকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৭ পিএম

ব্রাজিলের ২০০ বছরের পুরনো জাতীয় জাদুঘরে অগ্নিকাণ্ড
   
ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ২০০ বছরের পুরনো জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ জাদুঘরে রাখা ঐতিহাসিক জিনিসপত্র ধ্বংসের আশঙ্কা করা হচ্ছে। রিও ডি জেনেরিও’র এ জাদুঘরটিকে দেশটির সবচেয়ে প্রাচীন বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন এপি ও বিবিসি। জানা গেছে, রবিবার সন্ধ্যায় জাদুঘরের কার্যক্রম বন্ধ হওয়ার পর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার (বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে চারটা) দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির জাতীয় জাদুঘরটিতে অন্তত দুই কোটি ধরনের আইটেম সংরক্ষিত আছে। তবে এ আগুন থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র কিংবা কেউ আহত হয়েছে কি-না তার খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি। জাদুঘরটি এখন যে ভবনে অবস্থিত সেখানেই এক সময় পর্তুগীজ রাজপরিবার বসবার করতো। সম্প্রতি জাদুঘরটির দুই শ বর্ষপূর্তি পালন করা হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের এক টুইট বার্তায় বলেছেন, এটি ব্রাজিলের সবার জন্য দু:খের দিন। আর জাদুঘরটির পরিচালক গ্লোবো টেলিভিশনকে বলেছেন, ‘এটি একটি সাংস্কৃতিক বিপর্যয়। জাদুঘরটির একজন কর্মকর্তা জানিয়েছেন, ভবনের ভেতরে কাঠের ফ্লোর রয়েছে এবং কাগজের মতো দ্রুত আগুনে পুড়ে যাওয়ার মতো অনেক কিছু রয়েছে। ব্রাজিলের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত বহু জিনিস সংরক্ষিত ছিলো এই জাদুঘরটিতে। এছাড়া অন্য দেশের বিশেষ করে দক্ষিণ আমেরিকান প্রত্নতাত্ত্বিক ও মিসরীয় নানা নিদর্শন ছিলো সেখানে। রাজকীয় জাদুঘর হিসেবে এটি স্থাপিত হয়েছিলো ১৮১৮ সালে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App