জাপানে ভুমিকম্পের পর সুনামির সতর্কতা জারি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০৪:০৩ পিএম

ছবি: ইন্টারনেট
জাপানের ইশিকাওয়া প্রদেশে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১ জানুয়ারি) মধ্য জাপানে এ ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাবে প্রদেশটিতে সুনামির সতর্কতা জারি করেছে জাপান প্রশাসন। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) এর বরাত দিয়ে সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানায়।
এনএইচকে নিউজ ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সাগর উপকূলের নিগাতা, তোয়ামা, ইয়ামাগাতা, ফুকুই এবং হিয়োগো প্রশাসনিক অঞ্চলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ইউএসজিএস ও জাপানের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের পর মধ্য জাপানের উত্তর উপকূলের ৩০০ কিলোমিটারজুড়ে সুনামি হতে পারে।
ইশিকাওয়া প্রদেশের ওয়াজিমা শহরে স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ২১ মিনিটে ১ দশমিক ২ মিটারেরও বেশি উচ্চতার সুনামি আঘাত হানে। তবে আশঙ্কা করা হচ্ছে সুনামির আঘাত আরো তীব্র হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের মানচিত্রে দেখা গেছে, নোটো প্রদেশের কিছু অংশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জাপানের আবহাওয়া সংস্থা বলছে, ঢেউয়ের উচ্চতা পাঁচ মিটারেরও বেশি হতে পারে। ফলে নাগরিকদের যথাসম্ভব দ্রুত উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে।
এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা যায়নি।