গাজায় সুড়ঙ্গে পানি ঢালা শুরু করেছে ইসরায়েল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ১১:১৭ এএম

ছবি: আনোদোলু
গাজায় হামাসের সুড়ঙ্গে পানি ঢালা করা শুরু করেছে ইসরায়েল।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ব্যবহৃত সুড়ঙ্গ নেটওয়ার্কে পাম্প দিয়ে সমুদ্রের পানি সেচ করা শুরু করেছে। খবর আনোদোলুর।
প্রতিবিদনটিতে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) ভূমধ্যসাগরের পানি দিয়ে হামাসের সুড়ঙ্গ প্লাবিত করা শুরু করেছে। এটি হামাসকে দুর্বল করার একটি কৌশল বলে জানিয়েছে আইডিএফ।
জানা গেছে, হামাসের এ সুড়ঙ্গ নেটওয়ার্ক মাটির নিচে প্রায় ৩০০ মাইল পর্যন্ত বিস্তৃত। মার্কিন কর্মকর্তারা বলছে, ইসরায়েলি সেনাদের স্থল হামলা থেকে সহজেই এ নেটওয়ার্ক ব্যবহার করে বেঁচে যাচ্ছে হামাস।
আইডিএফ জানিয়েছে, আগামি কয়েক সপ্তাহ পর্যন্ত সুড়ঙ্গে এ পানি ঢালার কার্যক্রম চলমান থাকবে। আগে ৫টি পাম্প বসানো হলেও ইসরায়েল থেকে আরও ২টি অতিরিক্ত পাম্প আনানো হচ্ছে। এগুলো দ্রুতই স্থাপন করা হবে বলে নিশ্চিত করেছে আইডিএফ। গতমাসেই এটির সম্ভাব্যতা যাচাই করেছিল তারা।
বাইডেন প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা আইডিএফের এমন কাজে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, সামুদ্রিক নোনা জল ব্যবহারের ফলে এটি গাজার সুপেয় পানীয় জলের সঙ্গে মিশে গিয়ে বিপর্যয় সৃষ্টি করতে পারে।
ইসরায়েল বিশ্বাস করে যে ভূগর্ভস্থ টানেলই যুদ্ধক্ষেত্রে হামাসের এগিয়ে রেখেছে তাদের থেকে।
৭ অক্টোবরের ঘটনার পর থেকে ইসরায়েল আকাশ ও স্থলপথে গাজা উপত্যকায় অব্যাহতভাবে বোমাবর্ষণ করে যাচ্ছে। সর্বাত্বক অবরোধ আরোপের পর প্রতিশোধ হিসেবে স্থল হামলা চালাচ্ছে।
গাজা নিন্ত্রণকারী স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২ মাসে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৮ হাজার চারশত ফিলিস্তিনি নিহত এবং ৫০ হাজারেরও বেশি আহত হয়েছেন।