রুশ হামলায় ১০ হাজার ইউক্রেনীয় নিহত: জাতিসংঘ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০২:১৩ পিএম

ছবি: সংগৃহীত
ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিয্ন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির ১০ হাজার বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া আরো ১৮ হাজার ৫০০ জন যুদ্ধাহত হয়েছেন।
মঙ্গলবার এ হতাহতের তথ্য প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের ঊর্ধ্বতন কর্মকর্তা মিরসলাভ জেনকা। খবর: আনাদোলু ও আল-জাজিরার।
জাতিসংঘের ওই কর্মকর্তা জানান, হতাহত বেসামরিক লোকদের মধ্যে বহু শিশুও রয়েছে। ইউক্রেনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ বেসামরিক লোকজনের ওই হতাহতের পরিসংখ্যান প্রকাশ।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ওই কর্মকর্তা বলেন, আরো একটি শীতকাল প্রচণ্ড কষ্টে পার করছেন এ অঞ্চলের মানুষ। এ কারণে অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি।