রুশ নাগরিকদের সরিয়ে নেয়া হল কায়রোতে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১১:০৯ এএম

আবরুদ্ধ গাজা থেকে দ্বিতীয় দফায় আটকে পড়া আরও ৯৯ জন রুশ নাগরিকদের সরিয়ে নেয়া হয়েছে কায়রোতে।
মিশরের রাফা সীমান্ত দিয়ে একটি বাসে করে তাদের কায়রোতে সরিয়ে নেয়া হয়। খবর তাসের।
রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় দফায় সরিয়ে নেয়া নাগরিকদের মধ্যে ৪৪টি শিশুও রয়েছে।
তাদের জন্য এক দল চিকিৎসকের পাশাপাশি মনোরোগ বিশেষজ্ঞও পাঠানো হচ্ছে।কারণ ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় তাদের সামনেই গাজায় হাজার হাজার নারী-শিশুসহ বেসামরিক ফিলিসিাতনি নাগরিক প্রাণ হারিয়েছেন।
এ জন্য, তারা শরীরিকভাবে যতটা-না অসুস্থ- তার চেয়ে বেশি অসুস্থ মানসিকভাবে। এ বিষয়টি বিবেচনা করেই সরিয়ে আনা রুশ নাগরিকদের মানসিক চিকিৎসাও দেয়া হচ্ছে।
এর আগে গত রোববার প্রথম দফায় ৭০ জন রুশ নাগরিক গাজা ছেড়েছেন বলে সোমবার রুশ মন্ত্রণালয় জানিয়েছে।