ইসরাইলি হামলায় ফিলিস্তিনে প্রাণহানি ৭ হাজার ছাড়িয়েছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০৭:৪৯ পিএম

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধ্বং হওয়া ভবনের সামনে এক বাসিন্দার আহাজারি। ছবি: বিবিসি
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের সেনাবাহিনীর নির্বিচার হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৭ হাজার ২৮ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ২ হাজার ৯১৩ জন শিশু, ১ হাজার ৭০৯ জন নারী ও ৩৯৭ জন বয়স্ক নাগরিক রয়েছেন।
গত ২০ দিন ধরে চলে আসা এই যুদ্ধে আহত হয়েছেন ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি। গাজায় আগের দিন বুধবার একদিনে সর্বোচ্চ ৭৫৬ ফিলিস্তিনির প্রাণহানি ঘটনা ঘটে ।
অন্যদিকে, হামাসের হামলায় ইসরাইলিদের প্রাণহানির সংখ্যা ১ হাজার ৪০৫ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ইসরাইলের সামরিক বাহিনীর ৩০৮ সৈন্য ও ৫৮ পুলিশ কর্মকর্তা রয়েছেন।
এছাড়া হামাসের অব্যাহত হামলায় ইসরাইলে আহত হয়েছেন আরও ৫ হাজারের বেশি মানুষ।
এদিকে গাজায় ইসরাইলের হামলাকে যুদ্ধ নয় বরং গণহত্যা বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।
তিনি বলেন, এ মুহূর্তে মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা গুরুতর। কে দায়ী বা কারা ভুল সেটা আলোচনার বিষয় নয়। সমস্যাটা হচ্ছে এটা যুদ্ধ নয়, এটা গণহত্যা। কারণ এতে দুই হাজারের বেশি শিশু মারা গেছে। কোনো অপরাধ না করেও তারা ভুক্তভোগী।