হামাস নির্মূলের আগে থামব না

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ১২:২৫ পিএম


বেনইয়ামিন নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ‘দুষ্কৃতকারী’ ও ’সন্ত্রাসী’ সংগঠন হামাসকে নির্মূল না করা পর্যন্ত আমাদের অভিযান চলবে।
সোমবার (১৭ অক্টোবর) রাতে ফোনালাপে নেতানিয়াহু আরো বলেন, হামাসের সামরিক সক্ষমতা গুড়িয়ে দেবে ইসরাইল।খবর তাসের।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে পুতিন-নেতানিয়াহুর মধ্যে ওই ফোনালাপ হয়।
এ সময় হামাসের হামলায় ইসরাইলের বেসামরিক লোকজন ও নারী-শিশুদের প্রাণহানির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন পুতিন।
পরে এক বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, পুতিন দুই পক্ষকেই নারী-শিশু ও বেসামরিক লোকজনের সুরক্ষার বিষয়টি সবার আগে ভাবতে বলেছেন।
এতে পুতিন আরও বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় এবং সাধারণ লোকজনের জানমাল রক্ষায় রাশিয়া সহায়তা করতে প্রস্তত রয়েছে।দুই পক্ষের মধ্যে মধ্যস্থতারও প্রস্তাব দিয়েছেন পুতিন।