দোনেৎস্কের বাজারে এস-৩০০ দিয়ে রুশ হামলা, নিহত ১৭

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৯ এএম

ছবি: কিয়েভ পোস্ট
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে কোস্তিয়ান্তিনিভকা এলাকার একটি বাজারে রাশিয়ার ভয়াবহ হামলায় কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছেন।
নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও ৩১ জন। খবর কিয়েভ পোস্টের।
রাশিয়ার সেনাবাহিনী বুধবার ওই ভয়াবহ হামলা চালিয়েছে।দোনেৎস্ক অঞ্চলের প্রশাসক এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
ইউক্রেনের গণমাধ্যম জানিয়েছে, রুশ সেনারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ দিয়ে ওই হামলা চালিয়েছে।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোস্তিয়ান্তিনিভকা বাজারের ওই হামলার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
এতে তিনি লেখেন, কোস্তিয়ান্তিনিভকা শহরের লোকজন বুধবার সকালে অন্য দিনের মতোই স্বাভাবিক কাজকর্ম শুরু করেছিলেন।কিন্তু হঠাৎ করেই একটি রুশ মিসাইল এসে বাজারের মধ্যে আঘাত হানে। এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।ফলে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।