ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০২:৫৫ পিএম

ফাইল ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সম্প্রতি আনা রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ দেশটির একটি আদালত প্রত্যাহার করেছে।
সোমবার (২৮ আগস্ট) ইমরান খানের আইনজীবী এ দাবি করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আইনজীবী নাঈম পানজুথা সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ! রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগপত্র থেকে ইমরান খানের নাম প্রত্যাহার করার আদেশ দিয়েছেন আদালত।
গত জুন মাসে ইমরান খানকে ওই মামলায় আসামি করা হয়েছে। ২০২২ সালে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার পর সাবেক এই প্রধানমন্ত্রীকে শতাধিক মামলায় আসামি করা হয়েছে।
ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা বিতর্কের শুরু হয় ২০২১ সালে। ওই সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি রাষ্ট্রীয় তোশাখানা থেকে বিদেশিদের দেওয়া বিভিন্ন উপহার নামমাত্র মূল্যে কিনে নেন। পরে সেসব উপহার উচ্চ দামে করে দেন তারা।
এই অভিযোগে ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও সেশন আদালতে মামলা করে পাকিস্তানের নির্বাচন কমিশন। গত ৫ আগস্ট সেই মামলার রায় ঘোষণা করেন বিচারক হুমায়ুন দিলাওয়ার।
রায়ের সংক্ষিপ্ত ঘোষণায় তিনি ইমরান খানকে তিন বছর কারাবাসের সাজা এবং এক লাখ রুপি জরিমানা ধার্য করেন।বর্তমানে তিনি ওেই মামলায় জেলে আছেন।